শীঘ্রই সম্ভবত ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হতে যাচ্ছে ফেসবুক!

    0
    230

    আমারসিলেট 24ডটকম,০৪অক্টোবর:ফেসবুক শীঘ্রই সম্ভবত ব্যবহারকারীর ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হতে যাচ্ছে ৷ অন্তত সেইরকম চেষ্টাই এখন চলছে৷  ফেসবুক ব্যবহারকারীর মনের ভাষা বুঝতে বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক যোগাযোগ সাইটটি তৈরি করেছে বিশেষ সিস্টেম৷ সংবাদ ডয়েচে ভেলের।আটজন বিশেষজ্ঞের একটি দল গড়েছে ফেসবুক, তাদের কাজ হচ্ছে ফেসবুকে পোস্টদাতার মনের ভাষা বুঝতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে বিশেষ একটি সিস্টেম তৈরি করা ৷ অনেকটা মানুষের মস্তিষ্কের মতোই কাজ করবে এই কৃত্রিম পদ্ধতিটি। কাজটি মোটেই সহজ নয়, তবে চেষ্টা চলছে ৷

    ফেসবুক চাচ্ছে একজন ব্যবহারকারীর বিভিন্ন পোস্ট যেমন স্ট্যাটাস, ছবি, ভিডিও ইত্যাদি বিবেচনা করে তাঁর মনের ভাব বুঝতে৷ এরপর সে অনুযায়ী, তাঁর সঙ্গে ব্যবহার করবে ফেসবুক। প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক স্রুফার এই বিষয়ে বলেন, ফেসবুক ব্যবহারকারীদের নিউজ ফিড আরো আধুনিক এবং স্মার্ট করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে একজন ব্যক্তির নিউজ ফিডে দেড় হাজারের মতো পোস্ট প্রদর্শন করা যায় ।কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যক্তির মনোভাব বোঝা সম্ভব হলে এই নিউজ ফিডে পোস্টের সংখ্যা ৩০ থেকে ৬০ এর মধ্যে নিয়ে আসা সম্ভব হবে বলে তিনি আশা করেন।

    শুধু নিউজ ফিড ঢেলে সাজানোই নয় আরো অনেক কাজেই ব্যবহার করা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যোগ্য এই সিস্টেম৷ এমআইটি রিভীঊকে স্রোফার জানিয়েছেন, ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ছবি সাজানোর কাজেও এই সিস্টেম সহায়তা করবে৷ বিশেষ করে ব্যবহারকারীর কোন ছবি কার নিউজ ফিডে প্রদর্শন করা উচিত আর কার ফিডে প্রদর্শন উচিত নয় – তাও বুঝতে পারবে ফেসবুক!পাশাপাশি বিভিন্ন ফেসবুক অ্যাপস তৈরির ক্ষেত্রে কাজে লাগবে এই সিস্টেম৷

    বলাবাহুল্য, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার ক্ষেত্রে ফেসবুক প্রথম নয়৷ গুগল ব্রেইন প্রজেক্ট শিরোনামে গুগল ইতোমধ্যে এ ধরনের গবেষণায় নাম লিখিয়েছে৷ আর তাৎক্ষণিক ভাষান্তরের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে কাজ করছে মাইক্রোসফট, শুধু তাই নয়, চীনের জনপ্রিয় ইন্টারনেট কোম্পানি বাইডুও ফেসবুকের মতো তাদের সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করতে চাচ্ছে৷

    ফেসবুক সম্প্রতি স্ট্যাটাস সম্পাদনার সুযোগ করে দিয়েছে৷ এখন চাইলে একজন ব্যবহারকারী তাঁর নিজের লেখা স্ট্যাটাস পরবর্তীতে সম্পাদনা করতে পারবেন৷ এজন্য স্ট্যাটাসের ডানদিকে থাকা তীর চিহ্নের উপর ক্লিক করে “এডিট” অপশনটি বেছে নিতে হবে৷