শিশু সাজন নির্যাতনে মামলাঃ৩০হাজার টাকায় রফাদফা

    0
    236

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৭অক্টোবর, ফারুক মিয়াঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রাজার বাজারে সাবেক মেম্বার শিরন লস্করের হাতে শিশু সাজন নির্যাতনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ সচেতন মহলে সমালোচনার ঝড় তোলেছে। এদিকে নিরীহ সাজনের পরিবারকে গ্রামের মাতব্বররা মাত্র ৩০ হাজার টাকা দিয়ে আপোষ মিমাংসার চেষ্টা চালাচ্ছেন।

    সূত্রে জানা যায়, রাজার বাজারস্থ শুকদেবপুর কাঠ ব্যবসায়ী নূর মিয়া মহালদারের বাড়িতে গত রবিবার রাতে মাতব্বররা নির্যাতিত শিশু সাজনের গরিব পিতা কবির মিয়াকে ডেকে ৩০ হাজার টাকা হাতে দিয়ে বিষয়টি আপোষে ফয়সালা করে দেন এবং মামলাটি তুলে নেয়ার নির্দেশ প্রদান করেন।

    এ সময় আসামী শিরন লস্কর থানাকেও ১৫ হাজার টাকা দেয়ার কথা স্বীকার করেছেন। সালিস বৈঠকে উপস্থিত ছিলেন, নূর মিয়া মহালদার, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, ওয়াহেদ ভূইয়াসহ আরো কয়েকজন মাতব্বর।

    উল্লেখ্য, গত শনিবার দুপুরে উপজেলার রাজার বাজারে সুপারি চুরির অভিযোগে মোঃ সাজন মিয়া (১৩) নামের এক শিশুকে ঘরের তীরের সাথে বেঁধে নির্যাতন করার সংবাদ ফেসবুকসহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশের পর এ নিয়ে তুমুল সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠে। ওইদিন রাতেই চুনারুঘাট থানায় শিশু নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেন শিশু সাজনের পিতা কবির মিয়া।