শিশুর পেটে যমজ ভ্রুণের সন্ধান

    0
    590

    আমারসিলেট 24ডটকম,০৩অক্টোবর:সৃষ্টির রহস্য বুঝা মুশকিল। এবার চীনের দুই বছর বয়সের এক শিশুর পেটে যমজ সন্তানের ভ্রুণের সন্ধান পাওয়া গেছে ! বলে গণমাধ্যমে জানা গেছে। গর্ভবতী চীনের এই  দুই বছরের শিশুটি যমজ সন্তানের ভ্রুণ যন্ত্রণায় ছটফট করছিল। আস্তে আস্তে পেটটা ফুলে উঠেছিল। শ্বাসও নিতে কষ্ট হচ্ছিল। তাকে হাসপাতালে নিতেই সবার চোখে  ঝাপসা লেগে  যায়। ছেলে শিশুর পেটে অস্ত্রপচারের পরই এ তথ্য নিশ্চিত করেছেন ডাক্তাররা। দুই বছরের এই শিশু বাবার নাম জিও ফেং।
    চীনের ডাক্তাররা বলেন, ফংয়ের পেটের মধ্যে ছিল অপুষ্ট ভ্রুণ। অস্ত্রপচারের পর সেই ভ্রুণ নষ্ট করা হয়। ফেংয়ের পেটের মধ্যে থাকা ভ্রুণ দুটো ছিল যমজ। এই ভ্রুণ নষ্ট না করলে  সে মারা যেত। তাই ডাক্তাররা ঝুঁকি নিয়েই ভ্রুণ নষ্ট করে দেয়। মৃত ভ্রুণের মধ্যে ১০ ইঞ্চি প্রশস্ত এবং সম্পূর্ণরূপে গঠিত মেরুদণ্ড ও পা দেখা গেছে বলেও ডাক্তাররা  জানান। উল্লেখ, গত বছর পেরুতে তিন বছরের এক ছেলে শিশুর পেটেও সন্তানের ভ্রুণ পাওয়া  গিয়েছিলো।তেমনি ২০০৮ সালে গ্রিসে এক ৯ বছরের কন্যা শিশুর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল বলে সুত্রে জানা যায় । সূত্র,জিনিউজ