শিক্ষা সুযোগ নয় অধিকারঃউপাধ্যক্ষ আব্দুস শহীদ

    0
    450

    আমারসিলেট24ডটকম,০২মার্চ,শাব্বির এলাহীঃ মৌলভীবাজার-৪ আসনের ৫ম বারের মত নির্বাচিত আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ, জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, শিক্ষা সুযোগ নয়, অধিকার। মেধা যাতে ঝরে না পড়ে সেজন্য শিক্ষক-অভিভাবকদের দৃষ্টি রাখতে হবে। সমাজ থেকে মাদকাসক্ত নির্মুল করতে হবে। শিক্ষার উন্নয়নে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। অচিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষনা দিবেন। তিনি রোববার দুপুরে কমলগঞ্জ উপজেলার বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উত্তর বালিগাঁও প্রাথমিক শিক্ষা মেধা প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

    মেধা প্রকল্পের সভাপতি লক্ষ্ণীকান্ত সিংহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইফতেখায়ের হোসেন ভূঞা, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো: আনোয়ার হোসেন। সদানন্দ সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: সানোয়ার হোসেন, উত্তর বালিগাঁও প্রাথমিক শিক্ষা মেধা প্রকল্পের প্রতিষ্ঠাতা ভূবনেশ্বর সিংহ, প্রধান শিÿক বীরেন্দ্র চন্দ, সহকারী শিক্ষক মঞ্জুর মৌলা প্রমুখ।

    অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট ১০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট, সনদ ও পুরষ্কার সামগ্রী তুলে দেন।

    পরে উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের ডিগ্রী পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।