শিক্ষা ক্ষেত্রে শেখ হাসিনার সরকারের ভূমিকা অতুলনীয়ঃইমরান

    1
    912

     আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪মার্চ,রেজওয়ান করিম সাব্বিরঃ শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে অতুলনীয় ভূমিকা পালন করছে। শেখ হাসিনার সরকার গত বৎসরে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা বিস্তারে দেশের সব কয়টি প্রাথমিক বিদ্যালয় গুলোকে সরকারিকরন করেছে। বিদ্যালয় গুলোর শিক্ষাকার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে একটি করে আধুনিক ভবন নির্মাণ করে দিচ্ছে। ডিজিটাল শিক্ষা বিস্তারের লক্ষে প্রতিটি বিদ্যালয়ে ডিজিটাল সমগ্রী পৌঁছে দিচ্ছে।

    এছাড়া দেশের সর্বত্র ডিজিটাল শিক্ষা বিস্তারের জন্য শেখ হাসিনার সরকার অত্যান্ত নিরলস ভূমিকা পালন করছে। এসরকার আগামী মেয়াদের মধ্যে দেশের সব কয়েকটি বিদ্যালয়কে আধুনিক ও ডিজিটাল বিদ্যালয় হিসাবে ঘোষনা করবে। গতকাল ১৪ মার্চ শনিবার সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত জৈন্তাপুর উপজেলার ঠিকানা দিগন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুক্তাপুর সামিরুন নেছা চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, গুয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ব্রিগ্রেডিয়ার মজুমদার সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সিলেট-৪(জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইমরান আহমদ কথা এ কথা গুলো বলেন।

    ভবন উদ্বেধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ, সিনিয়র সহ সভাপতি কামাল আহমদ, যুগ্ম-সম্পাদক ফয়েজ আহমদ বাবর, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিল, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাজি আনোয়ার হোসেন, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।