শিক্ষার যেমন শেষ নেই,প্রশিক্ষণেরও বিকল্প নেইঃকামরান

    0
    404

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯নভেম্বরঃ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, আমাদের যেমন শিক্ষা গ্রহণ করার অন্ত নেই তেমনি প্রমিক্ষণের ও বিকল্প নেই। তিনি গত শুত্র“বার রাতে অনলাইন পত্রিকা সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম ও সুরমা ভিউ টোয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্দ্যোগে সারাদিন ব্যাপি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রদান অতিথির বক্ত্যবে এ কথা বলেন।

    প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে সুরমাভিউ টূয়েন্টিফোর ডটকমের সম্পাদক এমদাদুল হক সোহাগ এর সভাপত্বিতে ও সিলেট নিউজ ওয়ার্ল্ডর সম্পাদক আফরোজ খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুহিত চৌধুরী, একুশে টেলিভিশন ও মানবজমিনের সিলেট ব্যূরো প্রধান ওয়েছ খছরু, একাত্তর টেলিভিশনের সিলেট প্রতিনিধি ইকবাল মাহমুদ । যুবলীগের কার্য্যনির্বাহী কমিটির সদস্য রিমাদ আহমেদ রুবেল, জনতার নিউজ টুয়েন্টফোর ডটকমের প্রকাশক সৈয়দ সারোয়ার রেজা।

    এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মন্সুর আলী,কামরুল হোসাইন,সুরমা ভিউ টুয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক সেজান আহমদ পরাগ,আব্দুল আজিজ। এই কর্মশালায় প্রশিক্ষণ দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুহিত চৌধুরী, একুশে টেলিভিশন ও মানবজমিনের সিলেট ব্যূরো প্রধান ওয়েছ খছরু, একাত্তর টেলিভিশনের সিলেট প্রতিনিধি ইকবাল মাহমুদ ।

    দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষনার্থীদের গণমাধ্যম, সংবাদ, সংবাদের উৎস, সংবাদের শ্রেণিবিভাগ, সংবাদ শীর্ষ কী এবং কেন, সংবাদ শীর্ষের উপাদান, লেখার নিয়ম ও উদ্দেশ্য, সংবাদ লেখার কৌশল ও কাঠামো, সংবাদমূল্য নিরূপন, সংবাদের বৈশিষ্ট্য, নাগরিক সাংবাদিকতা, সাংবাদিকতার নীতিমালা, সাংবাদিকের গুণাবলী, নাগরিক সাংবাদিকতার ইস্যু নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয় । সাংবাদিকতা বিষয়ক এই প্রশিক্ষণে সিলেট বিভাগের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।