শিক্ষার মাধ্যমে নারী দের সচেতন করতে হবে

    0
    224

    “শিক্ষার মাধ্যমে নারী সমাজকে তাদের অধিকার ও কর্তব্য সম্বন্ধে সচেতন করে তুলতে হবে”অতিরিক্ত পুলিশ সুপার নয়মুল হাসান

    আমারসিলেট24ডটকম,০৮মার্চ,বদরুলঃ দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আর এই নারীরা হচ্ছেন আমাদের সকল কর্ম প্রেরণার উৎস। এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে আমাদের কাংখিত উন্নয়ন সম্ভব নয়। একটি সুখী, সমৃদ্ধ ও আত্ম নির্ভরশীল দেশ গড়তে হলে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে নারী শিক্ষার কোন বিকল্প নেই। এজন্য বর্তমান সরকার নারী সমাজের উন্নয়নে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাসহ বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষার প্রবর্তন করেছেন। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে নারীরা যখন তাদের অধিকার ও কর্তব্য সম্বন্ধে সচেতন হয়ে উঠবে তখনই সমাজের বিভিন্ন বৈষম্য মূলক আচরণ, নির্যাতন ও নিপীড়নের হাত থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবে। আর্ন্তজাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে আয়োজিত “নারীর প্রতি সহিংসতা বন্ধে” এক আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার নয়মুল হাসান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

    আজ বেলা ১১টায় কানাইঘাট থানা প্রাঙ্গন থেকে বিভিন্ন স্কুল কলেজের নারী শিক্ষার্থী এবং এনজিও সংস্থার মহিলা কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে এসে শেষ হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার মহি উদ্দিন সুহেল, পৌর মেয়র লুৎফুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সেক্রেটারী এখলাছুর রহমান, সাংবাদিক আব্দুন নুর ও নিজাম উদ্দিন।