শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেইঃআবু জাহির এমপি

    0
    209

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪ফেব্রুয়ারী,সানিউর রহমান তালুকদারঃ  জমকালো আয়োজনের মধ্য দিয়ে নবীগঞ্জে এমপি মুনিম চৌধুরী বাবু টি টুয়েন্টি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্টিত হয়েছে।সম্মিলিত ক্রিকেট ক্লাবের আয়োজনে শনিবার সকালে নবীগঞ্জ শহরের জে.কে হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এভাগ্রীণ ক্রিকেট ক্লাব
    (খনকারীপাড়া) চ্যাম্পিয়ান হয়েছে।

    খেলায় শুরুতেই টসে জিতে ব্যাট করতে নেমে এভাগ্রীণ ১১৭ রান করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরভ উজ্জল করে। জবাবে আবাহনী লিমিটেড ৯ উইকেটের বিনিময়ে ১১২ রান করে। ৫ রানের ব্যবধানে আবাহনী লিমিটেডকে পরাজীত করে ১ম পুরস্কার অর্জন করে এভারগ্রীন ক্রিকেট ক্লাব।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি।
    উক্ত ফাইনাল খেলার বিশেষ আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুহাম্মদ আশরাফুল ইসলাম। যাকে ঘিরে খেলার মাঠে হাজার
    হাজার ক্রিকেট প্রেমীদের ঢল নামে।

    ক্রিড়া প্রেমিকরা জাতীয় দলের সাবেক ওই অধিনায়কের সাথে মোবাইল ফোনে ছবি ও সেলফি নেয়ার জন্য ভিড় করেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান
    চৌধুরী।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এমপি মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, ওসি আব্দুল বাতেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক ওবায়দুল
    কাদের হেলাল, জাপা’র আহ্বায়ক ড. শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, জেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, বিশিষ্ট গীতিকার জাহাঙ্গীর আলম রানা, পৌর আওয়ামলীগের সাধারণ সম্পাদক নির্মুলেন্দু দাশ রানা, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিল হোসেন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক মোঃ সেলিম মিয়া তালুকদার, পৌর কাউন্সিলর আব্দুস ছালাম, জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক গোলাম রসুল রাহেল চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আহ্বায়ক আমিনুর রহমান সুমন, যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদ বেলাল, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আখতারুজ্জামান কমল প্রমুখ।

    নবীগঞ্জ সম্মিলিত ক্রিকেট ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাজহারুল ইসলাম অপু, নুরুল হক, আল- আমীন, জুয়েল চৌধুরী, জহিরুল ইসলাম সোহেল, মফিজুর রহমান মফিজ।
    প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন- শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের খেলাধুলার প্রতিও মনোযোগি হতে হবে।
    খেলাধুলা মন ও শরীরকে সুস্থ রাখে এবং নেশা থেকে দূরে রাখে। তিনি পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় নিয়মিত চর্চা করারও আহ্বান
    জানান।