শায়েস্তাগঞ্জে ভারতীয় ২ লক্ষাধিক টাকার মোবাইল জব্দ

    0
    249

    নূরুজ্জামান ফারুকী নবীগঞ্জ: শায়েস্তাগঞ্জ ভারতীয় চোরাই মোবাইলে সয়লাব হয়ে পড়েছে। দাউদনগর বাজারের শাহ টেলিকম থেকে বিপুল পরিমাণ মোবাইলসহ ডিবি পুলিশের হাতে চোরাকারবারী আটকের পর দিনভর নাটক শেষে মামলা দায়ের করা হয়েছে।

    গতকাল শনিবার সকালে ডিবির এসআই মোজাম্মেল হক বাদি হয়ে এ মামলা করেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৭টায় ডিবির ওসি মানিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইলসহ প্রতিষ্ঠানের মালিক বাগুনিপাড়া গ্রামের ফজর আলীর পুত্র রাকিব হাসান, একই গ্রামের শাহ আতিকের পুত্র রায়হান আহমেদ, ছায়েদ আলীর পুত্র উজ্জল মিয়াকে আটক করা হয়। রাতভর জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ মামলা করে। জব্দ হওয়া মোবাইলের মূল্য প্রায় ২ লাখ টাকা।

    এদিকে স্থানীয় মেম্বার বাবুলের জিম্মায় রায়হান ও রাকিবকে ছেড়ে দেয়া হয়। তবে উজ্জলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, চোরাই মোবাইলের মূলহোতা উজ্জল। রায়হান ও রাকিব মোবাইল ক্রয় করতে চেয়েছিল। এসময় তাদেরকে আটক করা হয়।