শায়েস্তাগঞ্জে প্রাণ কোম্পানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু  আহত ২

    0
    245

    আশংকাজনক অবস্হায় প্রা ণ কোম্পানীর শ্রমিক রায়হানকে সিলেট প্রেরণ

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১সেপ্টেম্বর,ফারুক মিয়াঃ  শায়েস্তাগঞ্জের অলিপুরে প্রাণ কোম্পানীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ফয়সল মিয়া (২৫) নামে এক আরএফএল এর শ্রমিকের মৃত্যু হয়েছে। সে সিরাজী উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের আক্তার শেখ এর পুত্র। দীর্ঘদিন ধরে প্রাণ কোম্পানীর অর্ন্তগত আরএফএল গ্র“পের ওই কোম্পানীতে শ্রমিক হিসেবে কাজ করে আসছিল। এ ঘটনায় রায়হান (২৪) ও সোহাগ মিয়া (২১) নামে ২ শ্রমিক আহত হয়েছে। আহত রায়হান বি-বাড়িয়া জেলার নবীনগর গ্রামের লেবু মিয়ার পুত্র ও সোহাগ ধনুসারা গ্রামের আতুল ইসলামের পুত্র।

    তাদেরকে আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে শনিবার রাতে রায়হানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। আরএফএল এর ম্যানেজার এস.এ.এম শফিউল হক জানান, শনিবার দুপুর ২টায় ফয়সল মিয়া আরএফএল এর জানালা ইস্কি ফুলান্ডারের সাহায্যে দু’তলা ভবনের দেয়ালে ফিটিং করতে যায়।

    হঠাৎ তার ব্যবহৃত ইস্কি ফুলান্ডার ভেঙ্গে পার্শ্ববর্তী ১১শ কেভি তারের মধ্যে পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ইস্কি ফুল্ডারটি দেয়ালের প্রায় ২০ ফুট নিচে শ্রমিক রায়হান ও সোহাগ মিয়ার উপর পড়ে গেলে তারা গুরুতর আহত হয়। তাৎক্ষণিক কোম্পানীর অন্যান্য কর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার ফয়সল মিয়াকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত রায়হান মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।