শাস্তিমুলক বদলী ঠেকাতে শিক্ষার্থীদের দিয়ে ডিসি অফিস অবরোধ

    0
    221

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭ফেব্রুয়ারী,নড়াইল প্রতিনিধিঃ কোচিং নিয়ে স্কুল প্রাঙ্গনে শিক্ষকদের মধ্যে মারামারির ঘটনায় অভিযুক্ত নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষককে শাস্তিমূলক বদলী করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

    অভিযুক্ত সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ ফিরোজ কিবরিয়াকে বান্দরবনের লামা সরকারী বিদ্যালয়ে, সহকারী শিক্ষক (জীব বিজ্ঞান) সদানন্দ বিশ্বাসকে রাঙ্গামাটির রাজস্থলী তাইতংপাড়া সরকারী উচ্চ বিদ্যালয় ও সহকারী শিক্ষক (গণিত) শিশির কুমার চন্দকে খাগড়াছড়ির দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ে বদলী করা হয়েছে। এই তিনি শিক্ষককে ১৭ ফেব্রুয়ারী বুধবার যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় অপরাহ্ন থেকে অবমুক্তি হয়ে যাবেন বলে উল্লেখ করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের আদেশে সহকারী পরিচালক (মাধ্যমিক-১) সাখাওয়াত হোসেন বিশ্বাস স্বাক্ষরিত একপত্রে এই আদেশ দেয়া হয়।

    এদিকে বদলী ঠেকাতে সরকারী বালিকা বিদালয়ের কিছু ছাত্রী নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বদলী বন্ধের দাবি করে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ওই শিক্ষকরা তাদের কোচিং এর ছাত্রীদের নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করান।