শার্শা সীমান্ত চোরাইঘাট সংঘর্ষে বিজিবি আহতঃআটক ১০

    0
    212

     

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫মার্চ,এম ওসমানঃ যশোরের শার্শার অগ্রভুলট সীমান্তের গরুর খাটাল দখলকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছে। আহত বিজিবি সদস্য মোহাম্মাদ আসলাম (৪০) কে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে ৬২ জনের নামে শার্শা থানায় মামলা করেছে খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অগ্রভুলোট বিওপির নায়েক সুবেদার আবুল হোসেন। ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ ও বিজিবি । বুধবার রাতে শার্শার সীমান্তবর্তী অগ্রভুলট বাজারে এ ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, অগ্রভুলট গ্রামের স্থানীয় ঘাট মালিক তবিবর রহমান (তবি মেম্বার)-জাহাঙ্গীর হোসেন ও আওরোস আলি-শাহাআলম সমর্থকদের মধ্যে সীমান্তের খাটাল দখলকে কেন্দ্র করে বুধবার রাতে সংঘর্ষ হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করে।

    এ সময় ধারালো অস্ত্রের আঘাতে বিজিবি সদস্য আসলামের মাথা কেটে গুরুতর জখম হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

    শার্শা থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) আব্দুর রহিম বলেন, ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে আটকরা হয়েছে, রেজাউল ইসলাম(২৫), শাহাবুর (২০), ওয়াদুদ(২৬), খালেক (৫০), আক্তার(২২), মিলন হোসেন (৩০), তাজমুল ওরফে বুলু (২৫), হজরত আলি (৪০), হজরত আলি(২৪) ও মোহাম্মদ আলি(৩৫)। আটককৃতদের সকলের বাড়ি অগ্রভুলট গ্রামে।

    এদিকে, এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিজিবি এলাকায় টহল দিচ্ছে। একই সাথে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে বিজিবির উর্ধতন কর্মকর্তারা।

    সংঘর্ষের মুল হোতা ঘাট মালিক তবি মেম্বার-জাহাঙ্গীর হোসেন ও আওরোস আলি-শাহালম পলাতক রয়েছে।