শার্শায় বিভিন্ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক

    0
    232

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩জানুয়ারীঃ শার্শায় বিভিন্ন অফিস পরিদর্শন, ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল সারাদিন ব্যাপী জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর শার্শায় বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শন করেছেন। সকাল ১১টায় নাভারন ফজিলাতুন্নেছা মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। সেখানে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এরপর বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্তরে একটি বাড়ি একটি খামার ও পলী স য় ব্যাংকের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

    বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কার্যালয়ে উপস্থিত হয়ে পরিদর্শন করেন এবং এক আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। সেখানে দারিদ্র বিমোচন কর্মসুচি, সরকারের উন্নয়ন প্রকল্প সমুহের বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

    বিকাল সাড়ে ৫টায় শার্শা থানা পরিদর্শর করেন। এরপর উপজেলার দৃশ্যমান সকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দর্শন ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পর্য্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অফিস স্টাফদের নিয়ে আইন শৃংখলার উন্নতি বিষয়ক, দারিদ্র বিমোচন কর্মসুচির বাস্তবায়ন-অগ্রগতি, দূর্নীতি দমন, মাদক ব্যবহারে প্রতিরোধ, বাল্য বিবাহ বণ্ধ সংক্রান্ত মতবিনিময় অনুষ্ঠানে যোগদান করেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, আলেয়া ফেরদৌস, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, চেয়ারম্যান সোহারাব হোসেন, ইলিয়াছ কবির বকুল, আলিম রেজা বাপ্প্,ি আলহাজ বজলুর রহমান, আলহাজ আয়নাল হক প্রমুখ।