শার্শায় বিপুল উৎসাহের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

    0
    232

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬ডিসেম্বর,এম ওসমানঃ শার্শায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০১৫ পালিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে। সূর্যোদয়ের পূর্বে শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্তরের শহীদ বেদিতে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। শহীদ বীরশ্রেষ্ট নুর মোহাম্মদের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগ, তার অংগ সংগঠন ও উপজেলা প্রশাসন।

    সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান/ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। সকাল ৮টা ৩০ ঘটিকায় বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। এরপর শুরু হয় মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে।

    পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী ও সামাজিক প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেয়। বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ কনকনে শীত উপেক্ষা করে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেয়।

    বিজয়ের আনন্দমেলা এক সময় রূপ নেয় জনসমুদ্রে। কুচ-কাওয়াজ ও ডিসপ্লের আগে নাভারন বাজারে মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নেতাকর্মী বৃন্দ ও প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বিজয় র‌্যালী বাজার প্রদক্ষিণ করে বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে জড়ো হয়। বাদ যোহর ও সুবিধাজনক সময়ে জাতির শান্তি ও অগ্রগতি এবং শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদ/ মন্দির/ গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

    এদিকে, যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার বাগআঁচড়ায় মহান বিজয় দিবস উৎযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাগআঁচড়া, কায়বা ও শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্দোগে এক বিজয় মিছিল বাগআঁচড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।