শার্শায় নিকাহ রেজিষ্টারকে ১মাসের কারাদন্ড

    0
    289

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১ফেব্রুয়ারী,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় বাল্যবিবাহ পড়ানো ও ভুঁয়া কাবিননামা পাওয়ায় একজন নিকাহ রেজিষ্টার (কাজী)কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

    বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এ দন্ডাদেশ প্রদান করেন।

    জানা যায়, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে মহসিন আলী (৫২) নামে উপজেলার কায়বা ইউনিয়নের নকাহ রেজিষ্টারকে আটক করা হয়েছে। ৬৩টির মতো ভুয়া কাবিননামাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বাল্য বিবাহ ও ভুঁয়া কাবিননামার মাধ্যমে অর্থের বিনিময়ে অসখ্য বিয়ে পড়ানোর অভিযোগ রয়েছে। তিতি শার্শা উপজেলার বাগুড়ি গ্রামের কলিম উদ্দিনের ছেলে এবং টেংরা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ বলে জানিয়েছেন শার্শা থানার উপ-পরিদর্শক (এস আই) সঞ্জিত কুমার মন্ডল।

    শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের কাছে ওই নিকাহ রেজিষ্টার (কাজী) নিজের দোষ শিকার করায় তাকে এ দন্ডাদেশ দেওয়া হয়েছে।

    “রায় ঘোষনার পর তাকে যশোর জেলহাজতে পাঠানোর জন্য তাকে শার্শা থানা পুলিশে নিকট দেওয়া হয়েছে।”