শার্শায় জোড়া শিশু জন্মের ১ ঘন্টা পর মৃত্যু

    0
    535

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০নভেম্বর,বেনাপোল প্রতিনিধিঃ শার্শার নাভারণের একটি ক্লিনিকে শুক্রবার সকাল ৭টার সময় একটি জোড়া লাগানো শিশু জন্ম হয়েছে। শিশুটি জন্ম গ্রহনের প্রচার হওয়া মাত্রই এক নজর দেখার জন্য উৎসুক জনসাধারণ ভিড় জমাতে শুরু করে ক্লিনিকে।
    জানা গেছে, শার্শা উপজেলার ৩নং ঘিবা গ্রামের জহির উদ্দিনের স্ত্রী রাশিদা বেগমের বৃহস্পতিবার দিবাগত রাতে প্রসাব বেদনা উঠলে উপজেলার নাভরণ বাজারের পল্লী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিকে ভর্তি করে। শুক্রবার সকালে ডাক্তার মোস্তাফিজুর রহমানের তত্বাবধানে অপারেশন করলে একটি জমজ শিশুর জন্ম হয়। জমজ শিশু দু’টির বুক এক সাথে জোড়া লাগানো।
    মা রাশিদা বেগম সুস্থ থাকলেই জন্মের ১ ঘন্টার মধ্যেই শিশুটি মারা যায়। জমজ শিশুটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ক্লিনিকে ভিড় করছে বলে জানা গেছে।