শার্শায় ইউএনও’র উপস্থিতিতে দু’টি বাল্য বিবাহ বন্ধ

    0
    416

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪আগস্ট,এম ওসমান: যশোরের শার্শায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র উপস্থিতিতে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল অপ্রাপ্ত বয়স্ক দু’টি মেয়ে। শুক্রবার সকালে উপজেলার উলাশী ইউনিয়নের সম্বন্ধকাটি এবং লক্ষনপুর ইউনিয়নের শালতা গ্রামে ঘটনা দু’টি ঘটে।

    ঘটনার বিবরনে জানা যায়, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালাম জানতে পারে শুক্রবার সকালে উপজেলার উলাশী ইউনিয়নের সম্বন্ধকাটি গ্রামের আক্তারুলের নাবালিকা মেয়ে আবেদা সুলতানার একই উপজেলার বাগআঁচড়া সাতমাইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্যাহ’র সাথে বিবাহ হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশসহ অভিযান চালিয়ে বিবাহ অনুষ্ঠান পন্ড করে দিয়ে মেয়ের চাচা ও ছেলের খালুকে আটক করে ১ হাজার টাকা জরিমানা করে এবং বাল্য বিবাহ না দেওয়ার জন্য মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

    অপর দিকে, উপজেলার লক্ষনপুর ইউনিয়নের শালতা গ্রামের কামরুল ইসলামের নাবালিকা মেয়ে রাবেয়া খাতুনের একই উপজেলার বড় বসন্তপুর গ্রামে বিবাহ হচ্ছিল। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশসহ অভিযান চালিয়ে বিবাহ অনুষ্ঠান পন্ড করে দেয়। এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট বাল্য বিবাহ না দেওয়ার শর্তে এবং মেয়েটি যাতে লেখা-পড়া চালিয়ে যেতে পারে তার দ্বায়িত্ব দিয়ে আসেন।