শার্শার গোড়পাড়া পুলিশ বুলবুলের বিরুদ্ধে মাদক আত্মসাতের অভিযোগ

    0
    233

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০এপ্রিল, এম ওসমানঃ  শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বুলবুল আহম্মেদের বিরুদ্ধে আটককৃত মাদক আত্মসাতের অফিযোগ উঠেছে।

    ঘটনার বিবরনে জানা যায়, গত শনিবার বিকালে শার্শার ডিহি ইউনিয়নের কাশিপুর মধ্যপাড়া (ইসরাফিল এর বাড়ির সামনে) থেকে ৭০’পিস ইয়াবা, ৩৫ বোতল ফেনসিডিল এবং একটি টিভিএস মটর সাইকেলসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করে গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বুলবুল আহম্মেদ। পরবর্তীেেত সন্ধ্যায় ৪৫’পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক দেখিয়ে থানায় মামলা হয়।

    বাকী ২৫’পিস ইয়াবা ও ৩৫ বোতল ফেনসিডিল বেমালুম হজম করে দেয় এবং ২০ হাজার টাকার নগদ নারায়ণে তুষ্ঠ হয়ে থানার ওসি’র নির্দেশে টিভিএস মটর সাইকেলটি রাতেই ছেড়ে দেয়।

    এছাড়াও গত ১০ এপ্রিল শুক্রবার শার্শা-কাশিপুর সড়কে অভিযান চালিয়ে ২২০ বোতল ফেনসিডিলসহ একটি ভডভডি (ইঞ্জিন চালিত মটরযান) আটক করে। পরবর্তীতে ১শ’ বোতল ফেনসিডিল আটক দেখিয়ে মামলা দেয় গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বুলবুল আহম্মেদ।

    আটককৃত ফেনসিডিলের মুল মালিকের নামে মামলা না দিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে শার্শা থানার ওসি ইনামুল’র নির্দেশে ভডভডি (ইঞ্জিন চালিত মটরযান)’র মালিকের নামে মিথ্যা মামলা দেয়।

    এ ঘটনার প্রতিবাদে বিকালে ভডভডি (ইঞ্জিন চালিত মটরযান) মালিক সমিতির সদস্যরা শার্শা থানা ঘেরাও করে।

    এ ব্যাপারে শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বুলবুল আহম্মেদের নিকট এ সংবাদ লেখার সময় তার ব্যবহৃত ০১৭৮৩-৮০৩০৮৮ নং মোবাইলে জানতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।