শায়েস্তাগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যানসহ ৪৮ জনের মনোনয়ন দাখিল

0
502
শায়েস্তাগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যানসহ ৪৮ জনের মনোনয়ন দাখিল

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদে ৬ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জনসহ মোট ৪৮ জনের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

৩ জানুয়ারি ২০২২ইং সোমবার বিকালে সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার সাধারণ সদস্য প্রার্থীরা মনোনয়ন পত্র উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ মনিরুজ্জামানের কাছে জমা দেন। এ সময় চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র থেকে চেয়ারম্যান প্রার্থী মোঃ বুলবুল খাঁন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী মোঃ আব্দুস সামাদ, শায়েস্তাগঞ্জ উপজেলা যুব সংহতি সভাপতি ও জেলা জাতীয় পার্টির নেতা লাঙ্গল প্রতীক প্রার্থী মোঃ মখলিছুর রহমান (মখলিছ), শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী বুলবুল খাঁন এর স্ত্রী চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোছাঃ আছমা আক্তার লাকী, সাবেক ইউ/পি চেয়ারম্যান আলী আহম্মদ খাঁন এর পুত্র আমিন আহমেদ খাঁন রাজিব, মোঃ শাহ আলম।

এছাড়া সংরক্ষিত মহিলা মেম্বার পদে প্রার্থী ১,২, ৩ নং ওয়ার্ডে ৩ জন, ৪,৫,৬ নং ওয়ার্ডে ৩ জন ও ৭,৮,৯ নং ওয়ার্ডে ২ জন। অপরদিকে সাধারণ সদস্য (মেম্বার) পদে ১ নং ওয়ার্ডে ৩জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩ নং ওয়ার্ডে ৬ জন, ৪নং ওয়ার্ডে ৩ জন, ৫নং ওয়ার্ডে ৩ জন, ৬নং ওয়ার্ডে ৪ জন, ৭নং ওয়ার্ডে ৫ জন, ৮নং ওয়ার্ডে ৩ জন এবং ৯নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ মনিরুজ্জামানের কাছে জমা দেন। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান এ প্রতিনিধিকে বলেন, ষষ্ঠ ধাপে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন নির্বাচনে ৪৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৮ জন এবং সাধারণ মেম্বার পদে ৩৪ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে ৬ জানুয়ারি এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি।