শহীদ আব্দুল হালিম এর ৩৪তম শাহাদৎ বার্ষিকী পালিত

    0
    602

    বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের আয়োজনে ছাত্রসেনার প্রথম শাহাদাৎ বরণকারী শহীদ মুহাম্মদ আব্দুল হালিম এর ৩৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গতকাল ১০ জুলাই মঙ্গলবার সকালে বহদ্দারহাটস্থ নাফিস ভবন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

    ছাত্রসেনা নগর উত্তর সভাপতি ছাত্রনেতা শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক জননেতা মুহাম্মদ শফিউল আলম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এইচ এম শহীদুল্লাহ। উদ্ভোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সাধারণ সম্পাদক যুবনেতা মুহাম্মদ হাবিবুল মোস্তাফা সিদ্দিকী।

    বিশেষ অতিথি ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা দিদারুল ইসলাম কাদেরী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা সাইফুল ইসলাম নেজামী, ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুল কাদের রুবেল। কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ হালিম এর জীবন ও কর্ম নিয়ে বক্তারা বলেন, যুগে যুগে শহীদি রক্তে ইসলাম পুনরুজ্জীবিত হয়েছে।

    ১৯৮৪ সালে স্বাধীনতা বিরোধী অপশক্তি আব্দুুল হালিমকে শহীদ করে এদেশে সূফীবাদী ধারার শান্তিকামী ইসলামী রাজনীতির পথ বন্ধের পায়তারা করেছে। কিন্তু একজন হালিমের শাহাদাতের সুধা পানের মাধ্যমে লক্ষ হালিম আজ মাঠে এসেছে। তাঁর এই আত্মত্যাগ আমাদেরকে সঠিক পথে অবিচল থাকতে প্রেরণা যুগাবে আজীবন।

    সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ শাহজালাল, এইচ এম রফিকুল ইসলাম, মুহাম্মদ গোলাম মোস্তফা, মুহাম্মদ এহসান, এইচ এম কুতুব উদ্দীন, মুহাম্মদ কাউসার খান, মুহাম্মদ ফোরকান রেযা, মুহাম্মদ এরশাদুল করিম, মুহাম্মদ তৌহিদুল হক, মুহাম্মদ মঈন উদ্দীন কাদেরী, মুহাম্মদ হাবিবুল্লাহ আরাফাত, মুহাম্মদ বাবর আলী, মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ আবদুস সাত্তার, মুহাম্মদ মাহমুদুল হাসান, এম এইচ আরমান, আবু সায়েম মুহাম্মদ কাইয়ুম, এস এম ওয়াহিদুল আলম, মুহাম্মদ আবদুল কাদের, মুহাম্মদ সাব্বির হোসাইন, মুহাম্মদ ইমদাদুল হক ইমতিয়াজ, মুহাম্মদ মিজানুর রহমান ফরহাদ, এইচ এম নাঈম উদ্দীন প্রমূখ।