শপথ নেওয়া মন্ত্রিসভার দুই সদস্যের দপ্তর বণ্টন

    0
    219

    আমারসিলেট24ডটকম,২৬ফেব্রুয়ারীঃ মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া মন্ত্রিসভার দুই সদস্যের দপ্তর বণ্টন করা হয়েছে। এ ছাড়া অপর একজন উপমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।এর মধ্যে আবুল হাসান মাহমুদ আলীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে থাকা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে পরিবেশ ও বন মন্ত্রণালয় উপমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ মাহমুদ আলী ও নজরুল ইসলামের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
    এতে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাদের মন্ত্রী-প্রতিমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন। অপর প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস ১৯৯৬-এর ৩ (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে তিনজনের দায়িত্ব বণ্টন-পুনর্বণ্টন করেছেন বলে জানানো হয়েছে। দুপুর ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মন্ত্রিসভার নতুন দুই সদস্যকে শপথ পাঠ করান। বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইয়া  শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।মানবজমিন।