শত্রুপক্ষের প্রচারণার ভিত্তি গড়ে দেবেঃযুব মৈত্রীর বিবৃতি

    0
    239

    আমারসিলেট24ডটকম,২৬জানুয়ারীঃ সরকারীদলের মন্ত্রী এমপিদের কেউ কেউ সম্বর্ধনা নেবার নামে তোরণ নির্মাণ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিয়ম বহির্ভূতভাবে ঘন্টার পর ঘন্টা রাস্তার দুপাশে দাঁড় করিয়ে যে সংস্কৃতি চালু করেছেন তার তীব্র ও ক্ষোভ জানিয়ে বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর রতন ও সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স নিম্নলিখিত বিবৃতি প্রদান করেন।

    নেতৃদ্বয় বলেন আমরা অত্যান্ত ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলতে চাই, সরকারী দলের কিছু কিছু মন্ত্রী ও সাংসদ নিজের এলাকায় সম্বর্ধনা নেবার জন্য স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ম বহির্ভূতভাবে রাস্তার দুপাশে দাঁড় করিয়ে এবং সংখ্যাধিক্য তোরণ নির্মাণ করে যে সংস্কৃতি চালু করছেন তা একধরনের উপনিবেশিক মানষিকতা এবং ব্যক্তিক্ষমতা প্রদর্শনের নির্লজ্জ প্রয়াস। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে রাজা-প্রজার সম্পর্ক সৃষ্টি করে নব্য আইন প্রণেতারা গণতান্ত্রিক সংস্কৃতির বিপরীতে তাদের অবস্থান ঘোষণা করছেন।

    মুক্তিযুদ্ধের অসমাপ্ত কর্মকাণ্ডকে সমাপ্ত করার ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি আধুনিক বাংলাদেশ উপহার দেবার জন্য মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধুর কণ্যা যেখানে প্রতিক্রিয়াশীল মৌবাদী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করছেন সেখানে তাঁর দলের কতিপয় আত্মপ্রসাদ লোভী এমপি মন্ত্রীদের এহেন আচরণ প্রধানমন্ত্রীর লক্ষ্য অর্জনকেই বাধা গ্রস্থ করবে। শত্র“পক্ষের প্রচারণার ভিত্তি গড়ে দেবে। আমরা আশা করবো মাননীয় প্রধান মন্ত্রী এই ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন।