ল্যাপটপের বহনযোগ্য পকেট ওয়্যারলেস রাউটার

    1
    455

    আমার সিলেট  24 ডটকম,৩০অক্টোবরবাংলাদেশে তৃতীয় প্রজন্মের প্রযুক্তি (থ্রিজি) উন্মুক্ত হওয়ায় সবার আগ্রহ এখন নতুন নতুন ডিভাইস নিয়ে।থ্রিজির সুবিধা নিয়ে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহারের জন্য মোবাইল বা ল্যাপটপের জন্য টিপিলিংক বহনযোগ্য পকেট ওয়্যারলেস রাউটার বাজারে এনেছে।টিপিলিংকের এম৫৩৫০ মডেলের থ্রিজি সিম পকেট ওয়্যারলেস রাউটারে ব্যবহার করা যাবে যে কোন অপারেটরের সিম।

    অফিস, বাড়ি কিংবা ভ্রমণের সময় সব ধরনের কম্পিউটিং ডিভাইসকে ওয়্যারলেস ইন্টারনেটে সংযুক্ত করতে সক্ষম টিপিলিংকের এই ক্ষুদ্রাকৃতির রাউটার। পকেটের বহনযোগ্য এই রাউটার ব্যবহার করে ১০টি ডিভাইসে ইন্টারনেট শেয়ার করা যাবে। এই রাউটারের মূল্য ৫ হাজার ৯০০ টাকা।এতে রয়েছে ১টি সিম স্লট,মাইক্রোএসডি কার্ড স্লট।১টি মাইক্রো ইউএসবি পোর্ট যার মাধ্যমে চার্জ করা যাবে রাউটারটি। ৬ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম এই রাউটার। মাইক্রোএসডি কার্ড স্লটে ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।বাংলাদেশে টিপিলিংক ব্র্যান্ড পণ্যের পরিবেশক এক্সেল টেকনোলজিস। তারা  প্রতিটি রাউটারের সাথে রয়েছে ৫ গিগাবাইট ডাটা ফ্রি দিচ্ছে।