লিবিয়া থেকে মার্কিন কমান্ডোকে বের করে দেয়া হয়েছে

    0
    284

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮ডিসেম্বরঃ লিবিয়া থেকে একদল মার্কিন কমান্ডোকে বের করে দেয়া হয়েছে। লিবিয়ার মাটিতে পা রাখার পরই তাদেরকে দেশটি ত্যাগের নির্দেশ দেয়া হয় এবং বিনা বাক্য ব্যয়ে তারা লিবিয়া ছেড়ে চলে আসে বলে পেন্টাগন স্বীকার করেছে।

    লিবিয়ার বিমান বাহিনীর ফেসবুক একাউন্টে মার্কিন স্পেশাল অপারেশন্স ফোর্স’এর ছবি প্রকাশ করা হয়। এতে দেখা যায় বেসামরিক পোশাক পরা মার্কিন কমান্ডোদের হাতে অ্যাস্টল্ট রাইফেল রয়েছে। গোপন অভিযান চালানোর জন্য এ কমান্ডো দলকে লিবিয়া পাঠানো হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগন কর্মকর্তা ছবির মানুষগুলোতে মার্কিন কমান্ডো হিসেবে নিশ্চিত করেছেন।

    তিনি আরো দাবি করেন, লিবিয় কর্মকর্তাদের সম্মতির ভিত্তিতেই দেশটিতে গিয়েছিল মার্কিন কমান্ডোরা। চলতি মাসের ১৪ তারিখে মার্কিন কমান্ডোরা লিবিয়া যায়। লিবিয়ার সশস্ত্র ব্যক্তিরা মার্কিন কমান্ডোদের ফিরে যাওয়ার দাবি জানালে তাদের ফিরিয়ে আনা হয় বলেও নিশ্চিত করেন এ পেন্টাগন কর্মকর্তা। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি বলে জানান তিনি।