লাদেনের ছেলে যুক্তরাষ্ট্রের কাছে বাবার ‘ডেথ সার্টিফিকেট’ দেখতে চেয়েছিলেন

    0
    251

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২০জুন: উইকিলিকস ওয়েবসাইটে ফাঁস হওয়া কিছু দলিলপত্রে দেখা যাচ্ছে, ওসামা বিন লাদেনের এক ছেলে যুক্তরাষ্ট্রের কাছে তাঁর বাবার ‘ডেথ সার্টিফিকেট’ দেখতে চেয়েছিলেন।

    উইকিলিকস শনিবার সৌদি সরকারের প্রায় ৬০ হাজার তারবার্তা এবং দলিলপত্র ফাঁস করেছে। এর মধ্যে সৌদি আরবে মার্কিন দূতাবাসের অনেক দলিলপত্র রয়েছে।

    মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল গ্লেন কাইজার ওসামা বিন লাদেনের ছেলে আবদুল্লাহ বিন লাদেনের কাছে যে চিঠি লিখেন তাতে ছিল এই ‘ডেথ সার্টিফিকেটের’ প্রসঙ্গ। পাকিস্তানে মার্কিন বাহিনীর অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার চার মাস পরে ২০১১ সালের ৯ই সেপ্টেম্বর তিনি এই চিঠি পাঠান।

    এতে তিনি আবদুল্লাহ বিন লাদেনকে জানান, তাঁর বাবার মৃত্যুর পর কোন ‘ডেথ সার্টিফিকেট’ ইস্যু করা হয়নি। কারণ মার্কিন সামরিক বাহিনীর পরিচালিত অভিযানে নিহতদের জন্য ‘ডেথ সার্টিফিকেট’ ইস্যু করা হয় না।

    পরিবর্তে মিস্টার কাইজার মার্কিন আদালতের কিছু নথিপত্র পাঠান যাতে যাতে ওসামা বিন লাদেন যে নিহত হয়েছেন তার প্রমাণ আছে।

    ওসামা বিন লাদেনের ছেলে কেন তাঁর বাবার ‘ডেথ সার্টিফিকেট’ চাইছিলেন তা পরিস্কার নয়।বিবিসি