লাউয়াছড়া উদ্যানে বৃক্ষ চুরির প্রতিবাদে সিলেটে মানববন্ধন

    0
    233

    আমারসিলেট24ডটকম,০৬ডিসেম্বরঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ‘লাউয়াছড়া জাতীয় উদ্যান’ জীববৈচিত্রে সমৃদ্ধ দেশের একমাত্র ট্রপিক্যাল রেইন ফরেস্ট । ১২৫০ হেক্টর পাহাড়ি এলাকা নিয়ে প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা লাউয়াছড়া জাতীয় উদ্যানে সাম্প্রতিক সময়ে যে ভাবে বৃক্ষ নিধন চলছে; তা এই বনের অস্তিত্বকে বিপন্ন করে তুলছে ।

    বৃক্ষ চুরি ও বনজ সম্পদ লুণ্ঠন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশ হওয়ার পরেও সংশ্লিষ্টদের নিরবতা সন্দেহজনক ।  লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনজ সম্পদ ও জীববৈচিত্র ধ্বংসের জন্য বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বন বিভাগ ও দায়িত্বে থাকা সহ-ব্যবস্থাপনা কমিটিকেও অভিযুক্ত করা হয়েছে ।

    এই অবস্থায় সিলেট বিভাগের এই অমুল্য প্রাকৃতিক সম্পদ  ‘লাউয়াছড়া জাতীয় উদ্যান’কে রক্ষায় নাগরিকদের সম্মিলিত প্রতিবাদ-প্রতিরোধ প্রয়োজন ।  নাগরিকদের স্বতঃস্ফূর্ত চৌকিদারি না থাকলে বনজ সম্পদ লুট হতেই থাকবে ।

    তাই লাউয়াছড়া জাতীয় উদ্যানে ‘বনজ সম্পদ সংরক্ষনের নামে বৃক্ষ চুরি’র প্রতিবাদ ও অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিলেট শাখা আজ শনিবার বেলা ১২ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার-এর সম্মুখে প্রকৃতি ও পরিবেশপ্রেমী সকল মানুষের অংশগ্রহনে মানববন্ধন কর্মসূচি পালন করবে ।