লন্ডনে ৬৬০ বছর আগের এক গণকবরের রহস্য উন্মোচন

    0
    240

    আমারসিলেট24ডটকম,৩১মার্চঃ ডিএনএ টেস্টের মাধ্যমে লন্ডনে ৬৬০ বছর আগের এক গণকবরের রহস্য সম্প্রতি প্রত্নতত্ত্ববিদরা উন্মোচন করতে পেরেছেন। প্রায় ১০ হাজার মানুষের এ গণকবরের বিষয়টি এতোদিন রহস্যাবৃত্তই ছিল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।মধ্যযুগে লন্ডনে প্লেগ রোগাক্রান্ত হয়ে বহু মানুষ মারা গিয়েছিল। ব্ল্যাক ডেথ নামে পরিচিত এ মহামারিতে মৃতদের গণকবরই সম্প্রতি উন্মোচিত হয়েছে।গত বছর লন্ডনের নতুন ক্রসরেল লাইন তৈরির সময় কাপড়ে মোরানো ১৩টি কংকাল পাওয়া যায়। এরপর সেখানে আরো বহু মৃতদেহ পাওয়া যায়। ফলে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হয়।
    ব্ল্যাক ডেথে সে সময় ইংল্যান্ডের প্রায় এক তৃতীয়াংশ মানুষ মারা গিয়েছিল। সে সময় ৫০ হাজার মৃতদেহ কবর দেওয়া হয়েছিল লন্ডনের ফারিংডনে।ডিএনএ টেস্টে দেখা যায়, মৃতদেহের খুলিতে এখনো ইরসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়ার চিহ্ন রয়েছে। এটি ছিল সে সময়কার ব্ল্যাক ডেথের জন্য দায়ী ব্যাকটেরিয়া।
    এ ছাড়াও কংকালগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, বেশ কিছু কংকালে “স্পাইনাল ড্যামেজ’ রয়েছে। তারা সে সময় ভারি বোঝা বহন করত বলেই এ ঘটনা ঘটেছে। এছাড়া কিছু কংকালে আঘাতের চিহ্নও রয়েছে। এছাড়া একটি মৃতদেহ ছিল নিরামিশাষী ব্যক্তির।
    ক্রসরেল প্রকল্পের প্রধান প্রত্নতত্ত্ববিদ জে কারভার বলেন, “ক্রসরেলের বিশ্লেষকরা ৬৬০ বছরের রহস্য সমাধানে যথেষ্ট পরিমাণ তথ্য পেয়েছেন এবং তা সমাধানে সক্ষম হয়েছেন।” সুত্রঃইন্টারনেট