লন্ডনে তাবলীগি মসজিদ নির্মাণে ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা

    0
    206

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১অক্টোবর:  লন্ডনে  তাবলীগি জামায়াতের উদ্যোগে এক বিশাল মসজিদ নির্মাণের পরিকল্পনা  নাকচ করে দিয়েছে ব্রিটিশ সরকার।

    বিবিসির সূত্রে জানা যায়- তাবলীগি জামায়াত এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় ২০০২ সালে। তাদের পেশ করা পরিকল্পনা এবং নকশা অনুযায়ী এই মসজিদে প্রায় ১০ হাজার মুসল্লি এক সঙ্গে নামাজ পড়তে পারবে। অনুমতি পেলে এটি হতো বৃটেনের বৃহত্তম মসজিদ। স্থানীয়দের আপত্তির মুখে শুরু থেকেই এই মসজিদ তৈরির পরিকল্পনা আটকে যায়।

    বিবিসি আরও জানায়-মসজিদ নির্মাণের জন্য তাবলীগি জামায়াত নিউহ্যাম কাউন্সিলে প্রায় ১৭ একর জায়গা কেনে বহু বছর আগে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অনেক আলোচনার পর নিউহ্যাম কাউন্সিল ২১০২ সালে এই মসজিদ তৈরির পরিকল্পনা নাকচ করে দেয়।

    তাবলীগি জামায়াত এর বিরুদ্ধে বৃটেনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপিল করেছিল। কিন্তু সেই আপিলও নাকচ করে দিয়েছে সরকার।

    বৃটেনে তাবলীগি জামায়াতের নেতারা যুক্তি দিয়েছিলেন যে, নামাজীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে তাদের একটি বড় মসজিদ দরকার।

    নিউহ্যামে তাবলীগি জামায়াতের ক্রয় করা জমিতে এখন একটি অস্থায়ী মসজিদ রয়েছে।তাবলীগি জামায়াতকে এই মসজিদটি বন্ধ করার জন্য তিন মাস সময় দিয়েছে  সে দেশের সরকার।
    উল্লেখ্য- ছয় উছুল নির্ভর এই তাবলীগ জামাত ভারতের মরহুম ইলিয়াস মেওয়াটির স্বপ্নে প্রাপ্ত একটি ধর্মিয় সংগঠন। পৃথিবীর বিভিন্ন দেশে  তাদের  ওই জামাতের প্রচার প্রসারে কাজ করে যাচ্ছে।