রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে মৌলভীবাজারে ছাত্রসেনার মিছিল

    0
    256

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮সেপ্টেম্বরঃ  মায়ানমারের রোহিঙ্গা মুসলমান হত্যা বন্ধের দাবিতে শুক্রবার বাদ জুম্মা মৌলভীবাজার হযরত শাহ্ মোস্তফা (র.)’র মাজার শরীফ হইতে, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল জেলা ছাত্রসেনার সভাপতি এম এ এম রাসেল মোস্তফার নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমনা সংলগ্ন সেন্টাল রোডে শাহ মোস্তফা গার্ডেন সিটির সামনে সাধারন সম্পাদক জুনেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর কেন্দীয় শিল্প বানিজ্য ও কৃষি বিষয়ক সম্পাদক, মাও:শাহ জালাল আহমদ আখঞ্জী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা মৌলভীবাজার জেলা সভাপতি এম মুহিবুর রহমান মুহিব, ছাত্রসেনার সাবেক জেলা সভাপতি শেখ কামরুল হাসান, জেলা যুবসেনার তথ্য যোগাযুগ সম্পাদক আব্দুল কাইয়ুম।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা ছাত্রসেনার সহ সভাপতি, দুরুদ আলী,সহ সাধারন সম্পাদক আলমগির হুসেন, সাংগঠনিক সম্পাদক শেখ সাইফুর রহমান মুন্না,জেলা সদস্য, সৈয়দ রাজন, সেজু আহমদ, কুলাউড়া উপজেলা সভাপতি, আব্দুস সালাম,কমলগঞ্জ উপজেলা সভাপতি মাহমুদুল হক সুমন, মৌলভীবাজার সদর উপজেলা সাধারন সম্পাদক, সাইফুল ইসলাম চৌধুরী, সিরাজনগর ফাজিল মাদ্রাসা শাখার সাধারন সম্পাদক গোলাম হুসাইন মোহাম্মদ ঈমান আলী,সদস্য আব্দুস সামাদ মুন্না, প্রমুখ,বক্তারা বলেন,হাজার হাজার বছর ধরে রোহিঙ্গা জনগোষ্ঠী আরাকানের পবিত্র ভূমিতে বসবাস করে আসছে। কিন্তু রোহিঙ্গা মুসলমানদের এই পবিত্র ভূমিকে মুসলিম জনশূন্য করার লক্ষ্যে মিয়ানমারের সামরিক জান্ডা-পুলিশ ও মগদস্যুরা ইতিহাসের ঘৃণ্যতম বর্বরোচিত মুসলিম গণহত্যা চালাচ্ছে।

    একটি স্বাধীন মুসলিম আরাকানের দখল করে শতাব্দীকাল থেকে সেখানকার মুসলিমদের ওপর গণহত্যা,ধর্ষণ,লুণ্ঠন,নারী-শিশু ও বৃদ্ধদের নিপীড়ন,জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারছে।ঘরবারিতে অগ্নিসংযোগ করে মুসলমানদের নিজ জম্মভূমি ছাড়া করচে।তাছাড়া মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বাঙ্গালি আখ্যায়িত করে বাংলাদেশের প্রতি চ্যালেঞ্জ ছুরেছে।তার কড়া জবাব দেওয়া এদেশের সরকারের ও জনগণের নৈতিক দায়িত্ব।প্রেস বিজ্ঞপ্তি