রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ৩৬০আউলিয়া স্মৃতি পরিষদ

    0
    351

    রোহিঙ্গাদের নির্বিচারে হত্যার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮সেপ্টেম্বর,নিজস্ব প্রতিনিধিঃ মিয়ানমারে রোহিঙ্গাদের নির্বিচারে গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার বাদ আসর শ্রীমঙ্গল উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
    বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বরে এসে মিলিত হয়।
    স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন  “৩৬০ আউলিয়া স্মৃতি পরিষদে”র  উদ্যোগে আয়োজিত হয় মিছিল ও পথসভার।সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল মোমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল থানা জামে মসজিদের  খতিব মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী,শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেনসহ প্রমুখ স্থানীয় ব্যাক্তিবর্গ।
    এসময় বক্তারা অবিলম্বে মিয়ানমারে নির্বিচারে হত্যাকাণ্ড বন্ধের প্রতিবাদ জানানো হয়। আন্তর্জাতিকভাবে এই হত্যা কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলারও আহবান জানানো হয়।বক্তারা প্রশ্ন তুলেন এখন মাবনবাধিকার লঙ্ঘন হচ্ছে কি না ? তাই জাতিসংঘের সু-দৃষ্টি কামনা করা হয় সভা থেকে।
    বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ শেষে রোহিঙ্গাদের জন্যে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামী।