রোটারি ক্লাব শ্রীমঙ্গল শাখার পক্ষ থেকে মাস্ক বিতরণ

    0
    232

    নিজস্ব প্রতিনিধিঃ  বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাসের করালগ্রাসে আতঙ্কে শত কোটি মানুষ। এই অজানা আতঙ্ক থেকে সাধারণ জনগোষ্ঠীকে নিরাপদে থাকতে আজ বুধবার বিকালে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে সকল প্রকার পথচারীদের মধ্যে শ্রীমঙ্গলে রোটারী ক্লাব কর্তৃক পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে। পথচারীরা আতঙ্কিত হলেও সানন্দে এগিয়ে এই মাস্ক গ্রহণ করতে দেখা যায়।

    সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে চারজনের মৃত্যু হয়েছে আইসোলেশন রয়েছেন ৩৯ জন । কিন্তু  পর্যাপ্ত মাস্ক ও গ্লোভসের অভাবে বাংলাদেশের জনগণ রয়েছে মারাত্মক ঝুঁকিতে। তারপরও মানুষ একে অপরের প্রতি ভালোবাসা অকৃত্রিম ও উদার থাকায় নিজ নিজ উদ্যোগে  কেহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বেরিয়ে পড়েছে যার যার স্থান থেকে  সাহায্য সহযোগিতার হাত বাড়াতে।

    এরই মধ্যে এই ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য জরুরী প্রয়োজন সচেতনতাবৃদ্ধিসহ সতর্ক থাকা, মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ও সেনিটাইজারের ব্যবহার নিশ্চিতকরণ। আমাদের আশপাশের দোকানসহ ফার্মেসিগুলোতে পর্যাপ্ত পরিমাণ এর ব্যবস্থা না থাকায়  এবং সচেতনতার অভাব, কেউ বা দারিদ্র্যসীমার নিচে বসবাস করায় ৫/১০ টাকার একটি মাস্ক ১০/১৫ গুণ বেশি দামে কিনতে সাহস পাচ্ছে না।এই সংকট মুহূর্তে অন্যান্যদের মত শ্রীমঙ্গল রোটারী ক্লাবের নেতৃবৃন্দও আজ পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করেছেন খেটে খাওয়া মানুষদের মধ্যে, যা  প্রশংসনীয় ।

    বিতরনের সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব শ্রীমঙ্গল শাখার প্রেসিডেন্ট সৈয়দ আতিকুল আম্বিয়া সুমন, সাবেক প্রেসিডেন্ট অবিনাশ আচার্য, সাধারণ সম্পাদক শাহ আরিফ আলী নাসিম, সাবেক প্রেসিডেন্ট সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন, সদস্য রাধেস্ব‍্য ধর রাজন ও বিভিন্ন মিডিয়ার ব্যক্তিবর্গ।

    পথচারীদের ভাবনা এই সংকট মুহূর্তে সামর্থবানদের এগিয়ে আসতে হবে।দেশের সকল বিত্তশালীদের উচিত  বেকারদের দিকে এগিয়ে আসা, তবেই কেবল এই দুর্যোগের মোকাবেলা করার কাজ সহজ হবে।