রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্স শুরু শুক্রবার সকাল ৯টয়

    0
    206

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১ডিসেম্বরঃ রুয়েটে মেকানিক্যাল ইন্ডাষ্ট্রিয়াল বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স শুরু শুক্রবার

    রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এ মেকানিক্যাল ইন্ডাষ্ট্রিয়াল এন্ড মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং (আইসিএমআইএমই ২০১৫) বিষয়ক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স শুক্রবার সকালে শুরু হবে।

    সকাল ৯ টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করবেন মালয়েশিয়া ইসলামী ইউনির্ভাসিটি’র প্রফেসর ড. এম. এন. এ. হাওলাদার। উদ্বোধনী অনুষ্ঠানে চিফ পেট্রন হিসেবে উপস্থিত থাকবেন রুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চীনের হারবিন ইনস্টিটিউন অব টেকনোলজি (এইচআইটি) এর প্রফেসর ড. মোঃ মাহবুব আলম এবং রুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. নীরেন্দ নাথ মুস্তাফী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কনফারেন্স আয়োজন কমিটির চেয়ারপার্সন প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

    রুয়েটের যন্ত্রকৌশল অনুষদ আয়োজিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে বিভিন্ন দেশের মেকানিক্যাল, ইন্ডাষ্ট্রিয়াল ও মেটেরিয়াল বিষয়ক শিক্ষাবিদ, গবেষক ও প্রযুক্তিবিদগণ অংশগ্রহণ করবেন। আগামী ১৩ ডিসেম্বর সন্ধ্যায় এই কনফারেন্স শেষ হবে।