“রিপোর্টিং এন্ড এডিটিং” বই পরিচিতি

    0
    454

    আমারসিলেট24ডটকম,১২ফেব্রুয়ারীঃ অমর একুশে গ্রন্থমেলা-২০১৪-তে  প্রকাশিত হয়েছে লেখক ও সাংবাদিক আবুল হোসেন খোকনের সাংবাদিকতা বিষয়ক বই ‘প্রিন্ট মিডিয়া  রিপোর্টিং  এন্ড এডিটিং।জাগৃতি প্রকাশনী থেকে প্রকাশতি হয়েছে এ বইটি গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন ফয়সল আরেফিন। বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। আর মেলায় ১৩৫, ১৩৬, ১৩৭ নং জাগৃতির স্টলে গ্রন্থটি পাওয়া যাবে।এছাড়া জাগৃতি প্রকাশনী থেকে তার ভ্রমণ বিষয়ক বই ‘দার্জিলিং ভ্রমণ’ বের হয়েছে।জাগৃতির স্টলে এই বইটি পাওয়া যাবে দুইশ টাকায়।

    বই ও লখক পরিচিতিkamal book

    রিপোর্টিং  এন্ড এডিটিংঃ র্বতমান সময়ে সাংবাদিকতার ধরণ অনেকটাই বদলে গেছ।বিশেষ করে ডিজিটাল ব্যবস্থাপনায় পুরনো ধ্যান-ধারণায় এসেছে পরির্বতন। এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে  রিপোর্টিং  এন্ড  নিউজ এডিটিং,এবং সাংবাদিকতার বিষয়ে বই থাকা জরুরি। এতে করে একদিকে যেমন মাঠ পর্জায়ে সাংবাদিকরা উপকৃত হতে পারেন আরেকদিকে তেমন সম্পাদনের টেবিলেও ইতিবাচক অবস্থান তৈরি হতে পারে।মূলত এসব বিষয় বিবেচনা করেই ‘প্রিন্ট মিডিয়া  রিপোর্টিং  এন্ড এডিটিং

    বইটি  লেখা হয়েছে।প্রকৃতপক্ষে বইটি পুথিগত বিদ্যায় প্রয়োজনে নয় সাংবাদিকতা ও খবর সম্পাদনা সম্পর্কে সাধারণ জ্ঞানের জন্য এই বইটি হতে পারে সহায়ক। বিশেষ করে এ পেশায় যারা নতুন তাদের প্রয়োজনের কথা বিবেচনা করে বইটিতে ব্যবহারিক, বাস্তবিক ও অনুশীলনগত নানা বিষয় পাওয়া যাব।লেখক:  প্রায় আড়াই যুগের বেশি সময় ধরে লিখছেন আবুল হোসেন খোকন। পাবনা শহরের রাধানগরে জন্ম নিয়ে কৈশর ও তারণ্যে তিনি ছিলেন র্সাবক্ষণিক বাম রাজনৈতিক সংগঠক। সাংস্কৃতিক আন্দোলনে ছিলেন লড়াকু যোদ্ধা।সাংবাদিকতার তৃণমূল থেকে উঠে আসা আবুল হোসেন খোকন দেশের  আর্থ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে নিয়ে র্দীঘদিন ধরে আর্ন্তজাতিক, জাতীয় ও আঞ্চলিক গনমাধ্যমে অসংখ্য কলাম লিখেছেন।একারণে তিনি সামরিকতন্ত্র, স্বৈরতন্ত্র, সাম্প্রদায়িকতা ও মৌলবাদ বিরোধী লেখক-সাংবাদিক হিসেবে জাতীয়-আর্ন্তজাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব।এছাড়াও ৩৩ বছরের সাংবাদিকতা জীবনে আবুল হোসেন খোকন বিভিন্ন সংবাদপত্রের গুরুত্বর্পূন পদে দায়িত্ব পালন করেছেন।র্বতমানে দৈনিক সংবাদ-এর ন্যাশনাল ডেস্ক এডিটর হিসেবে র্কমরত আছেন তিনি।  রিপোর্টিং  এন্ড এডিটিং

    ছাড়াও আবুল হোসেন খোকন লেখক, প্রবন্ধ লেখক, ফিচার লেখক হিসেবে জাতীয় ও আর্ন্তজাতিক পর্জায়ে বিশেষ পরিচিতি লাভ করেছেন। মুক্তিযোদ্ধ ও ইতিহাসভিত্তিক তাঁর বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে।তার উল্লেখ-যোগ্য গ্রন্থ-  কলমযুদ্ধ- প্রেক্ষাপট, এক এগারো, জনযুদ্ধের দিনগুলি, অর্ন্তঘাত, স্বপ্ন রাতের তারা, অরণ্য শ্বাপদ, ঘাতকের পদতলে বসবাস এবং  দার্জিলিং ভ্রমণ।