রাসুল (দঃ)’র পদচিহ্নে হামলার প্রতিবাদে মানববন্ধন

    0
    233

    মারসিলেট24ডটকম,এপ্রিলচট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসিমপুর বাগিচাহাটে কদম রসুল এলাকায়সুল (দঃ)পদচিহ্নে দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে বাগিচাহাটে  এক মানববন্ধনকর্মসূচী পালিত হয়েছে জানা যায়, মোঘল আমল থেকেই  চন্দনাইশ উপজেলারহাশিমপুর বাগিচাহাটে অবস্থিত ঐতিহাসিক খান শাহী জামে মসজিদ সংলগ্ন একগম্বুজ বিশিষ্ট কক্ষের ভিতর দুটি পাথরের উপর হুজুরে পাক (দঃ) এর বাম পা মোবারকের চাপ ও গাউছুল আজম বড় পীর (রাঃ) এর ডান পায়ের ছাপ অবস্থিত এটি যুগ যুগধরে ধর্মপ্রাণ মুসলমানদের নিকট কদম রসূল (দঃ) এর  কদম মোবারক এর ছাপ পরিচিতবিগত ২৫/১/২০১৩ইং তারিখে একদল দুর্বৃত্ত একবার গাউছে পাকের পায়ের চিহ্নমুছে ফেলার জন্য রাতের আঁধারে হামলা করেএছাড়াও গত ৬/৩/২০১৪ইং তারিখেপুনরায় দুর্বৃত্তের দল রাতের আঁধারে রাসুল (দঃ) এর পায়ের চিহ্ন মুছে ফেলারজন্য হামলা করে

    এ হামলার প্রতিবাদে গত ১৬ এপ্রিল বিকেল ৩টায় উপজেলার আশেকানে কদম রসূল (দঃ) এর উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী পালিতহয়নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী প্রধানঅতিথি হিসাবে উপস্থিত ছিলেনঅন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন চন্দনাইশরিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবিদুর রহমান বাবুল, মাওলানা আহমদ রেজানক্সবন্দী, মাওলানা আলমগীর ইসলাম বঈদী, মোঃ জসীম উদ্দিন, মহিউদ্দিন হিরু, শহীদুল ইসলাম টিপু, নুর মোহাম্মদ, আবদুর রহিমপ্রমুখ