রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়ার লুকা মদ্রিচ

    0
    255

    টুর্নামেন্ট জুড়ে ক্রোয়েশিয়াকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সঙ্গে মাঝমাঠ সামলেছেন যিনি হয়তো সবাই উচ্চ স্বরেই বলে উঠবেন লুকা মদ্রিচ।দারুণ খেলে রাশিয়া বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন এই মিডফিল্ডার।
    রোববার লুজনিকি স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙে ক্রোয়েশিয়ার। শিরোপা লড়াইয়ে তেমন জ্বলে উঠতে না পারলেও রাশিয়ার আসরে দুটি গোল করেন  স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।
    সিলভার বল জিতেছেন বেলজিয়ামের তারকা ফরোয়ার্ড এদেন আজার এবং ফ্রান্সের ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান পেয়েছেন ব্রোঞ্জ বল।
    তবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলাদাতার পুরষ্কার গোল্ডেন বুট জিতেছেন ৬ গোল করা ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। ৪টি করে গোল নিয়ে গ্রিজমান সিলভার বুট ও বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলু লুকাকু ব্রোঞ্জ বুটের পুরষ্কার জিতেছেন।
    সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের তরুণ ফরোয়ার্ড এমবাপে।ফাইনালে ৬৫ মিনিটে তার পা থেকে ফরাসিরা চতুর্থ গোলটি পায়।
    সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জিতেছেন বেলজিয়ামের থিবো কর্তোয়া।যিনি একাই কোয়ার্টার ফাইনালে হট ফেভারিট ব্রাজিলের শক্তিশালী অাক্রমান ভাগকে থামিয়ে দিয়েছিলেন।
    ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে ২০১০ এর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।এবারের অাসরে স্বাগতিক রাশিয়ার সাথে ট্রাইব্রেকারে হেরে বিশ্বকাপের এবারের মঞ্চ থেকে বিদায় নেয় স্প্যানিশরা।