রাশিয়ার বিমান ২২৪ জন আরোহীসহ মিশরের উপদ্বীপে বিধ্বস্ত

    0
    203

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১অক্টোবর: রাশিয়ার কোগালিমাভিয়া এয়ারলাইন্সের একটি বিমান ২২৪ জন আরোহীসহ মিশরের সিনাই উপদ্বীপে বিধ্বস্ত হয়েছে। মিশরের প্রধানমন্ত্রী শরিফ ইসমাইলের দফতর এটি নিশ্চিত করেছে।

    মিশরের পর্যটন নগরী শার্ম-আস-শেইখ থেকে রাশিয়া যাওয়ার পথে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। কিন্তু এয়ারবাস এ-৩২১’এর ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে প্রথমে পরস্পর বিরোধী খবর পাওয়া গেছে।

    স্কাই নিউজ আরাবিয়াসহ কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু আরটি, রিয়া নোভোস্তিসহ রুশ সংবাদ মিডিয়ার খবরে বলা হয়েছিল মিশরের রাডার থেকে বিমানটি নিখোঁজ হয়ে গেছে।

    অবশ্য মিশরের প্রধানমন্ত্রীর দফতর থেকে দেয়া বিবৃতিতে সব জল্পনা-কল্পনার অবসান ঘটে। এতে বলা হয়, সিনাই উপদ্বীপের কেন্দ্রস্থলে রুশ একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটির যাত্রীদের বেশির ভাগই ছিল রাশিয়ার নাগরিক এবং যাত্রীদের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয় নি।ইরনা