রাশিয়ার যুদ্ধাজাহাজ ইরানের বন্দর আঞ্জালিতে

    0
    229

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১আগস্টঃ রাশিয়ার দুটি যুদ্ধাজাহাজ ইরানের উত্তরাঞ্চলীয় বন্দর আঞ্জালিতে ভিড়েছে। দু দেশের মধ্যে সমুদ্র-ভিত্তিক বন্ধুত্ব আরো জোরদার করার উদ্দেশ্যে জাহাজ দুটি ইরানের বন্দরে পৌঁছেছে।

    ইরানের প্রেস টিভি জানিয়েছে, শুক্রবার রুশ জাহাজ ভলগোদোনস্ক এবং মাহাচ্‌কালা কাস্পিয়ান সাগরের বন্দর আঞ্জালিতে আসে। এতে ১৩০ জন আরোহী রয়েছেন।

    সফরে জাহাজ দুটির নেতৃত্ব দিচ্ছেন রুশ নৌবহরের ক্যাপ্টেন কিরিল তারনেনকো। বন্দর আঞ্জালিতে পৌঁছানোর পর তিনি ইরানের নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল আফশিন রেজায়ি হাদ্দাদের সঙ্গে বৈঠক করেন। তারনেনকো বলেন, ইরান ও রাশিয়ার মধ্যকার সমুদ্র-ভিত্তিক সম্পর্ক বাড়ানো হবে এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে সফর অব্যাহত থাকবে। ইরানি কর্মকর্তা হাদ্দাদ জানান, ইরানি নৌবাহিনীর সদস্যরা আগামী অক্টোবর নাগাদ রাশিয়া সফরে যাবেন।

    এ নিয়ে রাশিয়ার নৌবাহিনী ইরানের বন্দর আঞ্জালিতে তিনবার সফর করল। ২০০৭ সালে প্রথম ও ২০১৪ সালে তারা দ্বিতীয়বার ইরান সফর করে।ইরনা