রাবিতে আদিবাসী ছাত্র কনভেনশন অনুষ্ঠিত

    0
    231

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩ডিসেম্বরঃ আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে আজ ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখ সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিশ^বিদ্যালয় ডীনস্ কমপ্লেক্সে আদিবাসী ছাত্র কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।

    আদিবাসী ছাত্র কনভেনশন-২০১৫ এর শুভ উদ্বোধন করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। কনভেনশন সভাপতিত্ব করেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্ঠা ছাদেকুল আরেফিন, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডী, অ্যাড. বাবুল রবিদাস, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ^াস, জাতীয় আদিবাসী পরিষদের সাধরণ সম্পাাদক সবিন চন্দ্র মুন্ডা, সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হরেন্দ্রনাথ সিং, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ, পার্বত্য চট্রগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অনন্ত বিকাশ ধামাই, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি যাকোব এক্কা, বিশুরাম মুর্মু, সাংগঠনিক সম্পাদক শিপন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ^বিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো, সা[ধারণ সম্পাদক নকুল পাহান।

    আদিবাসী ছাত্র কনভেনশনে উদ্বোধনী বক্তব্যে রাজশাহী বিশ^বিদ্যালয়ে উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘‘আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যেতে আদিবাসী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে, শিক্ষায় আদিবাসীদের উন্নয়নের একমাত্র পন্থা। আদিবাসীদের আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ উন্নয় ত্বরান্বিত করতে হবে”।

    আদিবাসী ছাত্র কনভেনশন শুভ উদ্বোধনের পর একটি র‌্যালি অনুষ্ঠিত হয় । র‌্যালিটি ডীনস কমপ্লেক্স থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

     কনভেনশনে “আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের ভূমিকা” ও “আদিবাসী শিক্ষার্থীদের সমস্যা : উত্তোরণের উপায় ও করণীয়” এই বিষয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধ দুটি প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় আদিবাসী পরিষদের তথ্য ও গবেষণ সম্পাদক মানিক সরেন ও আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিঠুন কুমার উর্ওা।