রানার বিরুদ্ধে হত্যা মামলা

    0
    387

    ঢাকা, ০৫ মে : সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিক জাহাঙ্গীর আলমের স্ত্রী ঢাকার একটি আদালতে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আজ রবিবার সকালে মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন তার স্ত্রী শিউলি আক্তার। মামলার আসামিরা হলেন রানা প্লাজার মালিক সোহেল রানা, নিউ ওয়েভ স্টাইল গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক বজলুস সামাদ আদনান এবং সাভার পৌরসভার প্রধান প্রকৌশলী।
    আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মুখ্য বিচারিক হাকিম মামলাটি সিনিয়র বিচারিক হাকিমের আদালতে পাঠান। সিনিয়র বিচারিক হাকিম ওয়াসিম শেখ শিউলির বক্তব্য শোনেন। এ ব্যাপারে পরে আদেশ দেয়া হবে। দণ্ডবিধির ৩০২, ৩৪ ও ৫০৬ ধারায় মামলাটি করা হয় বলে অতিরিক্ত পিপি জানান।

    গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ৫৮২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম নিউ ওয়েভ স্টাইল কারখানায় কর্মরত ছিলেন।