রাত ১১টা থেকে ১২টার মধ্যে ফাঁসির রায় কার্যকর হতে পারে

    0
    239

    আমারসিলেট24ডটকম,১২ডিসেম্বরঃ আজই জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হচ্ছে বলে জানা গেছে।আজ রাত ১১টা থেকে ১২টার  মধ্যে ফাঁসির রায় কার্যকর হতে পারে বলে একটি সুত্র থেকে জানা গেছে। এরই মধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানা গেছে। এর আগে কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা মাঈন উদ্দিন খন্দকারের সূত্রে জানা যায়, বিকাল সোয়া ৪টায় তার হাতে সুপ্রিম কোটের্র আপিল বিভাগের দেয়া সংক্ষিপ্ত আদেশ পৌঁছেছে। এর পর পরই দুই জন ম্যাজিস্ট্রেড কাদের মোল্লার কাছে যান। কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করবেন কিনা জানতে চান কাদের মোল্লা ম্যাজিস্ট্রেডদের জানান তিনি আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা করবেন রাষ্ট্রপতির কাছে করবেন না। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর রায় কার্যকর করা হবে। এদিকে এ বিষয়ে বেলা ৩টায় সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে বসেছেন আইন প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অপরদিকে কাদের মোল্লার পরিবারের পক্ষ থেকে শেষ সাক্ষাতের জন্য আবেদন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

    আব্দুল কাদের মোল্লার সাথে শেষ দেখার জন্য তাঁর পরিবার জেলগেটে পৌঁছেছেন বলে ও জানা যায়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তারা জেলগেটে পৌঁছান। এর আগে কাদের মোল্লার সাথে শেষ দেখা করতে স্বজনদের ডেকেছেন কারা কর্তৃপক্ষ। উল্লেখ্য, কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর আইনজীবীদের আবেদনে মঙ্গলবার রাতে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত রায় কার্যকর স্থগিত করেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে এ ফাঁসি কার্যকর করার কথা ছিল।