রাজশাহী নগরীতে আদিবাসী ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

    0
    235

    আমারসিলেট24ডটকম,১০জানুয়ারীঃ রাজশাহী তানোর উপজেলার ময়েনপুর গ্রামের আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী কলেজ শাখার নেতা বাবলু হেম্ব্রমকে সন্ত্রাসীরা বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২.৩০ টায় নিজ বাড়িতে গলা কেটে হত্যা করেছে। তার পিতার নাম মহেশ হেম্ব্রম। তিনি রাজশাহী কলেজ হতে মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষা সমাপ্ত করেন বলে তার পারিবারিক সুত্রে জানা যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন সকল আদিবাসী নেতৃবৃন্দ।

    নেতৃবৃন্দের মধ্যে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন তাৎক্ষণিক হত্যার প্রতিবাদে এবং আসামীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী কলেজ শাখার উদ্যোগে রাজশাহী সাহেব বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করার ঘোষনা দেন।

    শুক্রবার বেলা ৪.৩০টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট হতে প্রধান প্রধান সড়ক বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে মানববন্ধন করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী কলেজ শাখার সভাপতি অজিত কুমার মুন্ডা। অন্যান্যদের মধ্যে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়ার, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী নেতা রাজকুমার শাও, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক সুমি রবিদাস, আদিবাসী ছাত্র নেতা বরুন বারোয়ার, অজিত তির্কি, দেবতা হেমব্রম ও নির্মল তির্কি প্রমুখ উপস্থিত ছিলেন।

    মনববন্ধনে সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি জননেতা লিয়াকত আলী লিকু, বাংলাদেশ যুব মৈত্রী রাজশাহী মহানগর সহ-সভাপতি মনিরজ্জামান মনির, বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও মহানগর সভাপতি মতিউর রহমান মতি ও শিক্ষা ও রাজনৈতিক বিষয়ক সম্পাদক এ.এইচ.এম জুয়েল।

    মানববন্ধনে বক্তারা বলেন একই গ্রামের মুন্ডুমালা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সুনিল মাঝি ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মৃত চাংপাই সরেনের ছেলে মন্টু সরেন এর নিকট গত ২৫ ডিসেম্বর ২০১৪ তারিখে বেনামী চিঠির মাধ্যমে যথাক্রমে তিন লক্ষ টাকা ও দেড় লক্ষা চাঁদা দাবী করে। টাকা না দিলে তাদের চিঠির মাধ্যমেই প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করে বলে তারা জানান।

    বক্তারা আরো বলেন হুমকীর বিষয় নিয়ে সুনিল মাঝি তানোর থানায় ২ জানুয়ারী এবং মন্টু সরেন ৫ জানুয়ারী একটি সাধারণ ডায়েরী করেন। অত্র গ্রামে সন্ত্রাসীরা একের পর এক হুমকী প্রদান করলেও পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ নেন নাই বলে বক্তারা অভিযোগ করেন।

    আদিবাসী নেতারা বাবলু হেম্ব্রম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সেই সাথে তারা আগামী শনিবার তানোর উপজেলা চত্তরে ও রবিবার রাজশাহী কোর্ট চত্তরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করবেন বলে রবীন্দ্রনাথ সরেন জনান।