রাজন হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

    0
    332

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩জুলাইঃ সামিউল ইসলাম রাজন এর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ মানবাধিকার কমিশন জালালাবাদ থানা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদান করেছে।

    সোমবার বাংলাদেশ মানবাধিকার কমিশন জালালাবাদ থানা শাখার উদ্যোগে ১৩ বছরের শিশু সামিউল ইসলাম রাজনকে অমানবিকভাবে নির্যাতন করে হত্যা করে। হত্যার ভিডিও চিত্র ফেইসবুক ইন্টারনেটে প্রচার করে যা দেখে মানবাধিকার কর্মী, সমাজকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজ হতবাক হয়ে পড়ে। এই ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। আধুনিক বিশ্বে এটা কাম্য নয় এবং এই হত্যার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

    স্মারকলিপি প্রদান করেন-সিলেট জেলা এডিশনাল পিপি-এডভোকেট শামসুল ইসলাম, সিনিয়র আইনজীবি শেখ মখলু, সিনিয়র এডভোকেট মোতাহির আলী, সিলেট জেলা বামাক শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম মিলন, কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি ও সিলেট বিভাগের সমন্বয়কারী বাবু মনোরঞ্জন তালুকদার, জালালাবাদ থানা শাখার সহ-সভাপতি আব্দুল আলীম জুয়েল, জালালাবাদ থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আবদাল হোসেন নাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আহমদ রেদওয়ান, এডভোকেট আলা উদ্দিন, মোঃ বাবুল মিয়া, বামাক ল-কলেজের সভাপতি জাহাঙ্গীর আলম, যুব প্রদকপ্রাপ্ত ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেরা শাখার সহ-দপ্তর সম্পাদক জুনেদ আহমদ, তারেক আহমদ প্রমুখ।