রাজনৈতিক সহিংসতা ও নারীদের অংশগ্রহন বিষয়ক  বিতর্ক

    1
    266

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪জুন,আলী হোসেন রাজনঃ রাজনীতিতে অংশগ্রহণ ও নারীরা রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক সহিংসতাই প্রধান অন্তরায়। এই বিষয়কে সামনে রেখে আজ রবিবার ১৪ জুন মৌলভীবাজার স্থানিয় একটি হোটেলে   ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডি আই) ও পলিটিক্যাল ফেলো এলামনাই এসোসিয়েশন সিলেট এর  আয়োজনে রাজনৈতিক সহিংসতা ও নারীদের অংশগ্রহন বিষয়ক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    নাসির আহমদের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন সাবেক সংসদ সদস্য বেগম হুসনে আরা ওয়াহিদ,বিষেশ অথিতি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ সাহাবুদ্দিন আহমদ,জাতীয়তাবাদি মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা নাছরিন পারভিন, এতে আরো  উপস্থিত ছিলেন  জাতিয় মহিলা দলের জেলা আহবায়ক রহিমা আক্তার,  সিলেট ডেমোক্রেসির রাহিমা বেগম,এবং  বিভিন্য রাজনৈতিক দলের সদস্য ও কলেজ ছাত্র ছাত্রী বৃন্দ।

    উক্ত অনুষ্টানে  নারীদের সহিংসতা ও রাজনীতিতে নারীদের উপস্থিতি বাড়ানো এবং তাদের অধিকার প্রয়োগ বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপনা করা হয়।