রাজনৈতিক অস্থিরতায় গভীর উদ্বেগ:গণআন্দোলন গড়ে তোলার আহ্বান

    0
    225
    আমারসিলেট24ডটকম,১৪জানুয়ারী: জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির এক সভায় দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন সাম্রাজ্যবাদ ও তার দালালদের শোষণ-শাসনে শৃঙ্খলিত জনগণ আজ গভীর উদ্বেগ ও উৎকন্ঠায় দিনাতিপাত করছেন। জনগণ এই দুঃসহ শোষণ-লুন্ঠন ও নৈরাজ্যিক অবস্থা থেকে মুক্তি চায়। দেশ আজ এক গভীর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক তথা সামগ্রিক সংকটের মধ্য দিয়ে চলছে। শ্রমিক-কৃষক-জনগণ সাম্রাজ্যবাদ ও তার দালাল এদেশীয় শাসক-শোষক গোষ্ঠীর তীব্রতর শোষণ-লুন্ঠন, নির্যাতন এবং ক্ষমতাসীন স্বৈরাচারী মহাজোট সরকারের দুঃশাসনে পিষ্ট হচ্ছে জনজীবন। এর উপর ‘মরার উপর খাড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে সাম্রাজ্যবাদী পরিকল্পনায় ক্ষমতা ও গদি নিয়ে সাম্রাজ্যবাদের দালাল দলগুলোর মধ্যে কামড়াকামড়ি, খেয়োখেয়ি, সংঘাত-সংঘর্ষ। আর এর ফলে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরিহ জনগণ, শ্রমিক হারাচ্ছে জীবন-জীবিকা, কৃষক হারাচ্ছে তার উৎপাদিত ফসলের ন্যূনতম মূল্য। প্রভূ সাম্রাজ্যবাদের আশীর্বাদ নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতাসীন মহজোট সরকার যেনতেন প্রকারে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে।

    আবার বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। উভয় জোটই শ্রমিক-কৃষক-জনগণের জীবন-জীবিকা ও জাতীয় জীবনের মূল সমস্যা আড়াল করে তাদের হীন শ্রেণীস্বার্থ চরিতার্থ করে যাচ্ছে। বিশ্ব প্রেক্ষাপটে ভূরাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বপুর্ণ বাংলাদেশকে নিয়ে সা¤্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা তীব্রতর হয়ে চলছে। বাজার ও প্রভাববলয় পূণর্বন্টনকে কেন্দ্র করে সা¤্রাজ্যবাদী দেশগুলোর মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত ও শক্তি সম্পর্কে পুনর্বিন্যাস প্রক্রিয়ার প্রভাব পড়ছে বাংলাদেশসহ উপমহাদেশের রাজনীতিতে। তাই জনগণের মুক্তির লক্ষ্যে তিন শত্রু সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা-দালালপুঁিজ এবং তাদের স্বার্থরক্ষাকারী স্বৈরাচারী সরকার ও রাষ্ট্রকে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে পরিবর্তন সাধন করে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠা করতে হবে। তাই আসুন সাম্রাজ্যবাদ ও তার দালাল এবং স্বৈরাচারী সরকার বিরোধী সকল সংগঠন, শক্তি ও ব্যক্তি ঐক্যবদ্ধ হয়ে এনডিএফ ঘোষিত ১৩ দফা কর্মসূচির ভিত্তিতে দূর্বার আন্দোলন-সংগ্রাম গড়ে তুলে জাতীয় গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হই। সভায় সাম্রাজ্যবাদ ও সাম্রাজ্যবাদের সাথে দালাল ভারত সরকারের সমন্বিত পরিকল্পনায় জাতীয় স্বার্থ বিরোধী ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট, করিডোর প্রদানের প্রতিবাদে আগামী ২৭ ফেব্রুয়ারি কেন্দ্র ঘোষিত আশুগঞ্জে অনুষ্টিতব্য কেন্দ্রীয় সমাবেশ সফল করে তুলি।

    ১৩ জানুয়ারি সন্ধ্যায় সংগঠনের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল মোহাইমীন। সভায় বক্তব্য রাখেন এনডিএফ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির দপ্তর সম্পাদক শাহিন মিয়া, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সদস্য ডা. অবনী শর্ম্মা, হোটেল শ্রমিক ইউনিয়ন সদর উপজেলা কমিটির সভাপতি তারেশ বিশ্বাস সুমন, রিকশা শ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদ, স’মিল শ্রমিক সংঘের মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, আব্দুল আজিজ, মীর মোঃ জসিমউদ্দিন, জলিল মিয়া প্রমূখ। সভায় আগামী ২৭ ফেব্রুয়ারি আশুগঞ্জের কেন্দ্রীয় সমাবেশ সফল করার জন্য রজত বিশ্বাসকে আহবায়ক করে অর্থ-উপ কমিটি, মোঃ মোস্তফা কামালকে আহবায়ক করে স্বেচ্ছাসেবক-উপ কমিটি এবং সোহেল আহমেদকে আহবায়ক করে প্রচার-উপ কমিটি গঠন, লিফলেটিং-পোস্টারিংসহ গণসংযোগ-গণচাঁদা উত্তোলন, মিছিল-মিটিং করে ব্যাপক প্রচার তৎপরতা চালানোর সিদ্ধান্ত হয়।

    এছাড়া আগামী ৫ ফেব্রুয়ারি এনডিএফ’র ২৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাল পতাকা র‌্যালী ও আলোচনা সভা করার সিদ্ধান্ত হয়।