রাজনগরে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত  

    0
    223

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫এপ্রিল,আলী হোসেন রাজনঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় পালিত হল বিশ্ব ম্যালেরিয়া দিবস। “ভবিষ্যতের বিনিয়োগ, কমাবে ম্যালেরিয়া” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে দিবসটি পালন উপলক্ষে শনিবার (২৫ এপ্রিল) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে শুরু হয়ে রাজনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও সহযোগী সংস্থাসমূহের জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচীর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

    আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ সারথি দত্ত সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান আছকির খান। উপজেলার বিডিএসসি’র ম্যানেজার মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার (আরএমও) ডা. বর্ণালী দাশ।