রাজনগরে ছাত্র মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা

    0
    261

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮জানুয়ারীঃ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২৬তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন উপলক্ষে ছাত্র মজলিস রাজনগর উপজেলার শাখার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা ছাত্র মজলিস সভাপতি মুহাম্মদ এহসানুল হক বলেন, গুণেধরা এ জাহেলী সমাজ ব্যবস্থাকে মুলোৎপাটন করে একটি পূর্ণাঙ্গ ইসলামী সমাজ ও রাষ্ট্রব্যবস্থা কায়েমের স্বপ্ন নিয়ে মহান ১৯৯০ সালের ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করে ছাত্র মজলিস। কালের বিবর্তনে আজ সে সংগঠন বিশাল মহীরুহে পরিণত হয়েছে, যার ছায়াতলে আশ্রয় নিয়েছে দেশের লাখ লাখ মেধাবী ও মুক্তিকামী ছাত্র-তরুণ। আলোকবর্তিকা হাতে অগ্রসরমান যে কাফেলাটি অতি দ্রুতই মেধাবী তরুণ-ছাত্রদের হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছে। আদর্শিক ও সন্ত্রাসমুক্ত একমাত্র দ্বীনি কাফেলা হিসেবে ছাত্র মজলিস ছাত্রসমাজ, অভিভাবকমহলসহ সর্বমহলে স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়েছে। দীর্ঘ ২৫ বছরে বাংলাদেশের ছাত্রসমাজের কাছে একটি আশার প্রতীক ও হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছে।

    ছাত্র মজলিস রাজনগর উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায়, রাজনগর আইসিএম কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা পেশ করেন, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক।

    ছাত্র মজলিস রাজনগর উপজেলা সভাপতি মাহফুজুল হক তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আহসান উদ্দিস গিলমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস রাজনগর উপজেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস রাজনগর উপজেলা বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান, ছাত্র মজলিস কামারচাক ইউপি সেক্রেটারি নুরুজ্জামান জুবায়ের, ছাত্র মজলিস বছিরমহল মাদরাসা বায়তুলমাল সম্পাদক আফজল হোসাইন, প্রচার সম্পাদক ফুয়াদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ইসমাইল হোসাইন প্রমুখ।

    সভায় ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম আ.খ.ম হায়দার আলী, ছাত্র মজলিসের শাহাদতবরণকারী কর্মী-দায়িত্বশীল ভাইদের রুহের মাগফিরাত কামনা, বিশ্ব ইজতেমা সফলসহও সমগ্র মুসলিম জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।প্রেস সংবাদ