রাজধানীর রাস্তায় জামায়াত-শিবিরের তাণ্ডব

    0
    218

    আমারসিলেট24ডটকম,১৩ডিসেম্বরঃ আজ জুমার নামাজের পর পরই রাজধানীর রাস্তায় তাণ্ডব শুরু করেছে জামায়াত-শিবির। গতরাতে একাত্তরের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর আজ শুক্রবার জামায়ত-শিবির তার গায়েবানা জানাযা আহ্বান করে।
    কাদের মোল্লার গায়েবানা জানাযা কেন্দ্র করেই রাজধানীর ফকিরাপুল, বায়তুল মোকাররম, পল্টন, মালিবাগ, মতিঝিল, বিজয়নগর, রামপুরাসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। পুলিশের সাথে সংঘর্ষ চালাচ্ছে জামায়াত-শিবির কর্মীরা। তারা কয়েক জায়গায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগও করে। মতিঝিলে জামায়াত-শিবিরের তাণ্ডব নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় ফকিরাপুল ও নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
    আজ শুক্রবার জুমার নামাজের পর পরই জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে জামায়াত-শিবির মতিঝিলের আইডিয়াল স্কুলের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় জামায়াত কর্মীরা ব্যাপকহারে যানবাহন, দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। মতিঝিলের টিএন্ডটি কলোনির সামনে রাস্তায় ঝটিকা মিছিল থেকে জামায়াত-শিবির কর্মীরা অন্তত ৮টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি আশপাশের দোকানে ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালায় তারা।
    শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি ঘটনাস্থরে আইন-শৃঙ্খলা বাহিনীও মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।জুমার নামাজের পর পরই রাজধানীর রাস্তায় তাণ্ডব শুরু করেছে জামায়াত-শিবিরের। গতরাতে একাত্তরের স্বাধীনতার যুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর আজ শুক্রবার জামায়ত-শিবির বিভিন্ন স্তানে তার গায়েবানা জানাযা করে।
    এদিকে ঢাকাতে কাদের মোল্লার গায়েবানা জানাযাকে  কেন্দ্র করেই রাজধানীর ফকিরাপুল, বায়তুল মোকাররম, পল্টন, মালিবাগ, মতিঝিল, বিজয়নগর, রামপুরাসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। পুলিশের সাথে সংঘর্ষ চালাচ্ছে জামায়াত-শিবির কর্মীরা। তারা কয়েক জায়গায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগও করে। মতিঝিলে জামায়াত-শিবিরের তাণ্ডব নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় ফকিরাপুল ও নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
    আজ জুমার নামাজের পর পরই জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে জামায়াত-শিবির মতিঝিলের আইডিয়াল স্কুলের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় জামায়াত কর্মীরা ব্যাপকহারে যানবাহন, দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। মতিঝিলের টিএন্ডটি কলোনির সামনে রাস্তায় ঝটিকা মিছিল থেকে জামায়াত-শিবির কর্মীরা অন্তত ৮টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি আশপাশের দোকানে ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালায় বলে জানা যায়।
    শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।পাশাপাশি ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীও মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে আশপাশের এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে জানা যায় ।