রবি অক্টোবর মাসেই ৩.৫ জি সেবা চালু করতে যাচ্ছে !

    0
    220

    আমারসিলেট 24ডটকম,১০ সেপ্টেম্বর  :  দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড আগামী অক্টোবর মাসে ৩.৫ জি সেবা চালু করতে যাচ্ছে। এশিয়া জুড়ে দক্ষভাবে থ্রি-জি ও এলটিই  (লং টার্ম এভ্যুলেশন) সেবা প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান আজিয়াটার সহায়তায় রবি থ্রি-জি সেবা প্রদান করবে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রূপসীবাংলা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রবি আজিয়াটা লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মাইকেল ক্যুনার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রবির চিফ টেকনোলজি অফিসার একেএম মোরশেদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মাহতাব উদ্দিন আহমেদ, রবির মার্কেট অফিসার (সিএমও) প্রদীপ শ্রীবাস্তব প্রমুখ।
    সংবাদ সম্মেলনে ক্যুনার বলেন, অক্টোবরে রবি স্বল্প পরিসরে থ্রি-জি সেবা চালু করবে। এ বছরের মধ্যে পর্যায়ক্রমে ৩০% গ্রাহকদের থ্রি-জি সেবা প্রদান করা হবে। আমাদের সবার জন্যই এটি নতুন একটি প্রযুক্তি এবং শুধু গতি নয়, আমরা মানসম্পন্ন সেবার দিকে নজর দেবো। এ বছরের মধ্যে পর্যায়ক্রমে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেটে এ সেবা চালু হবে বলে জানান তিনি। তিনি বলেন, ২০১৪ সালের প্রথম প্রান্তিকের মধ্যে ৩৫ শতাংশ থ্রি-জি সুবিধার আওতাভুক্ত হবে। থ্রিজি প্রযুক্তি খাতে রবি ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।
    মাইকেল ক্যুনার আরো বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিক্ষা ও স্বাস্থ্য থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে থ্রি-জি প্রযুক্তি আবশ্যক। তিনি বলেন, রবির এ লাইসেন্স গ্রহণের মাধ্যমে মোবাইলে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে আমরা বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করছি। এতে দেশে তথ্য সেবার ক্ষেত্রে সক্ষমতা ও প্রসারতা বাড়বে, মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে- বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন তারা পরস্পর একে অপরের সঙ্গে যুক্ত থাকার সুযোগ পাবে। এই তৃতীয় প্রজন্মের (থ্রিজি) লাইসেন্স রবির উচ্চ ক্ষমতা সম্পন্ন তথ্য সেবাকে শুধু গতিশীলই করবে না, বরং এটি আমাদের বর্তমানের বিস্তৃত, নির্ভরযোগ্য ও উচ্চ ক্ষমতা সম্পন্ন নেটওয়ার্ককে পরিপূর্ণতা দিবে।
    রবির চিফ টেকনোলজি অফিসার একেএম মোরশেদ বলেন, থ্রিজির চেয়ে ৩.৫ জির মাধ্যমে বেশি স্পিড পাবে গ্রাহকরা।
    চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মাহতাব উদ্দিন আহমেদ বলেন, তরঙ্গ বরাদ্দের ৫২৫ কোটি টাকা এরই মধ্যে জমা দিয়েছেন তারা। থ্রিজি যন্ত্রাংশ আনতে অনাপত্তিপত্রের (এনওসি) জন্যও আবেদন করা হয়েছে। দু’একদিনের মধ্যেই অনাপত্তিপত্র পেয়ে যাবেন তারা।
    রবির মার্কেট অফিসার (সিএমও) প্রদীপ শ্রীবাস্তব বলেন, দ্রুততার সঙ্গে সঙ্গে নয়, বরং মানসম্মত সেবা দেয়াই আমাদের লক্ষ্য।
    প্রসঙ্গত, বিটিআরসি আয়োজিত তৃতীয় প্রজন্মের (থ্রিজি) তরঙ্গ বরাদ্ধ নিলাম থেকে গতকাল রবিবার রবি আজিয়াটা লিমিটেড ৫ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেয়েছে। ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের অংশ এই তরঙ্গ, থ্রিজি সুবিধার মাধ্যমে তথ্য আদান প্রদানের উদ্ভাবনী প্যাকেজের মাধ্যমে এই খাতে রবি তার অবস্থান উন্নত ও বিস্তৃত করবে।  গ্রামীণফোনের সঙ্গে পাল্লা দিয়ে আগামী মাসেই তৃতীয় প্রজন্মের তরঙ্গ সেবা চালু করতে যাচ্ছে রবি।

    ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় অক্টোবর মাসেই চালু হবে রবি’র থ্রিজি সেবা। আর সিম পরিবর্তন ছাড়াই এই সেবা নিতে পারবেন গ্রাকরা। প্রথম দিকে সীমিত পরিসরে শুরু হলেও খুব দ্রুততম সময়ে মফস্বল শহর থেকে থ্রিজি পরিষেবা বিস্তার করে গ্রামীণ তরুণ গ্রাহকদের কাছে টানার চেষ্টা করবে জ্বলে ওঠো আপন শক্তিতে প্রত্যয়দীপ্ত এই প্রতিষ্ঠানটি। রবি দুই কোটি ৩৭ লাখ গ্রাহককেই সবার আগে এই সেবা দেয়ার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি।