রকেট হামলায় সৌদি জোটের ১০৩ সেনা নিহত

    0
    216

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম ৬ সেপ্টেম্বর : ইয়েমেনে আগ্রাসন চালাতে যেয়ে সৌদি জোটের অন্তত ১০৩ সেনা নিহত হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের উপজাতীয় শীর্ষ স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের আল-মাশিরাহ্‌ টেলিভিশন এ খবরে দিয়েছে। এতে বলা হয়েছে- ইয়েমেনের কেন্দ্রীয় মা’রিব প্রদেশের একটি সামরিক বিমান ঘাঁটিতে ইয়েমেনের সেনাবাহিনী এবং জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনীর শুক্রবারের রকেট হামলায় এসব আগ্রাসি সেনা নিহত হয়েছে। ইতোমধ্যে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

    মা’রিব প্রদেশের আস-সাফার বিমান বন্দর চালানো এ হামলায় আরো অন্তত ৭০ সেনা আহত হয়েছে। আহতদের বেশির ভাগই সংযুক্ত আরব আমিরাতের সেনা এবং এদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।

    উদ্ধারকৃত লাশের মধ্যে ৪৫টি সংযুক্ত আরব আমিরাতের এবং ৩০টি বাহরাইনের সেনা বলে শনাক্ত করা গেছে। বাকি লাশগুলো অন্যান্য আরব দেশের নাগরিক বলে জানানো হয়েছে।

    এ ছাড়া, রকেট হামলায়, তিনটি অ্যাপাচি হেলিকপ্টার, ৪০টি সাঁজোয়া গাড়ি এবং সামরিক ট্রাক ধ্বংস হয়েছে।

    জাতিসংঘের মতামতের তোয়াক্কা না করে ২৬ মার্চ থেকে ইয়েমেনের ওপর একতরফা আগ্রাসন শুরু করেছে সৌদি জোট। irna