যৌতুকের না দেওয়ায় শ্বশুরকে কুপিয়ে জখম  

    0
    233

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩মে,ফারুক মিয়াঃ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের তালতলা শিবির এলাকায় জেসমিন আক্তারের বিয়ের যৌতুকের ৫০ হাজার টাকাকে কেন্দ্র করে নতুন জামাইয়ের দা’য়ের কুপে শ্বশুর গুরুতর আহত। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রানীগাঁও ইউনিয়নের তালতাল শিবির এলাকায় শ্বশুর বিল্লাল মিয়া (৬০) এর বসতবাড়িতে যৌতুকের ৫০ হাজার টাকাকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে।

    তার শোর চিৎকারে আশপাশের স্থানীয় শিবির এলাকাবাসীরা তাকে উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করে। নতুন জামাই মোঃ জুয়েল মিয়া (২২) ও শ্বশুর বিল্লাল মিয়ার মধ্যে এক পর্যায়ে কথা কাটাকাটি হলে উত্তেজিত হয়ে জুয়েল মিয়া তার হাতে থাকা দা দিয়ে শ্বশুরের মাথায় ও কাধের উপরে কুপিয়ে রক্তাক্ত জখম করে শ্বশুরবাড়ী থেকে নতুন জামাই পালিয়ে যায়।

    জুয়েল মিয়ার সাথে জেসমিন আক্তারের ২ লক্ষ টাকা রেজিষ্ট্রারী কাবিনমূলে হবিগঞ্জ কোর্টে বিয়ে হয় ৫/৬ মাস পূর্বে। তাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছ্যেন্দে চলে আসছিল। জুয়েল মিয়া বিয়ের পর থেকে স্ত্রী জেসমিন আক্তারকে বিদেশ পাঠানোর জন্য বিভিন্ন পায়তারা করে আসছিল। জুয়েল মিয়া তার স্ত্রীকে বিদেশ পাঠিয়ে জেসমিনের উপার্জিত টাকা দিয়ে বাড়িতে আরাম আয়েশ করে দিন পার করার চেষ্টা করছিল। বিদেশ পাঠাতে না পেরে জুয়েল মিয়া জেসমিনকে যৌতুকের টাকার জন্য নানানভাবে নির্যাতন করে আসছিল।

    সে কালেঙ্গা গ্রামের এলাকায় চকিদার বাড়ির রহমত উল্লার ছেলে মোঃ জুয়েল মিয়া। জুয়েল মিয়ার বড় ভাই জুলহাস মিয়া (২৫) ও তার বাবা বজলুর রহমান (৫০) দীর্ঘদিন ধরে জেসমিনের উপর যৌতুকের টাকার জন্য নির্যাতন চালিয়ে আসছিল। ঘটনার পর থেকে নতুন জামাই ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।